ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, January 5, 2016

রক্তের দাম
......................শুভ জিত দত্ত
তোমরা যদি সেদিন না যেতে
ভাষার দাবি নিয়ে
রাজপথ কাপিয়ে স্লোগান
যদি না দিতে সেদিন
জীবন কে তুচ্ছ করে
ঝাপিয়ে না পড়তে সেদিন
যদি রাজ পথে রক্ত
না ঝড়তো সেদিন
তাহলে হয় তো মাতৃভাষায়
বোলতে পারতাম না কথা
তোমাদের রক্তের বিনিময়ে
পেয়েছি মিষ্টি একটা ভাষা
যে ভাষার জন্য দিয়েছো
তোমাদের অমুল্য জীবন
তাই আমি হৃদয় থেকে জানাই
তোমাদের শত কোটি সালাম

No comments:

Post a Comment