হে স্বাধীনতা
শুভ জিত দত্ত
অনেক কষ্টে অর্জিত আমাদের এই স্বাধীনতা
কিন্তু আমরা কি প্রকৃত স্বাধীনতা পেয়ে ছি!
মানুষ আজ দু মুঠো ভাতের জন্য রাস্তায় করে হা হা করা
আজ কোথায় স্বাধীনতা?
একটি ছেলে অভাবের জন্য সংসারের দায়িত্ব নেয় নিজ কাঁধে তুলে
আজ কোথায় স্বাধীনতা?
যারা নিজ সংসার ত্যাগ করে নামিল যুদ্ধের ময়দানে
আজ কোথায় তাদের অধিকার
এটায় কি আমাদের অর্জিত স্বাধীনতা
আমরা কি এটায় চেয়েছিলাম
শত কষ্টের মাঝে কেন দিন কাটায় মুক্তিযোদ্ধাদের সন্তানেরা
আসলে এটাই বাস্তবতা এটাই স্বাধীনতা।
শুভ জিত দত্ত
অনেক কষ্টে অর্জিত আমাদের এই স্বাধীনতা
কিন্তু আমরা কি প্রকৃত স্বাধীনতা পেয়ে ছি!
মানুষ আজ দু মুঠো ভাতের জন্য রাস্তায় করে হা হা করা
আজ কোথায় স্বাধীনতা?
একটি ছেলে অভাবের জন্য সংসারের দায়িত্ব নেয় নিজ কাঁধে তুলে
আজ কোথায় স্বাধীনতা?
যারা নিজ সংসার ত্যাগ করে নামিল যুদ্ধের ময়দানে
আজ কোথায় তাদের অধিকার
এটায় কি আমাদের অর্জিত স্বাধীনতা
আমরা কি এটায় চেয়েছিলাম
শত কষ্টের মাঝে কেন দিন কাটায় মুক্তিযোদ্ধাদের সন্তানেরা
আসলে এটাই বাস্তবতা এটাই স্বাধীনতা।
No comments:
Post a Comment