ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Wednesday, January 6, 2016


"অমর স্বাধীনতা"
শুভ জিত দত্ত
 সে দিন যদি আমার ভাইয়েরা
 ভাষার জন্য জীবন যদি নাহি দিত
 তাহলে হয় তো বা কেউ,
মনে রাখতো না অমর স্বাধীনতা কে
 মাথা নত করে স্বরণ করি তাদের
 যারা আমাদের ভাষার জন্য জীবন করল দান
 তোমাদের এই ধণ হয় তো বা কখনই শোধ করা সম্ভব নয়
 তাই যতটুকু পারি ওগো তোমাদের জন্য
 কৃতাঙ্গতা আর শ্রদ্ধা ভরে স্বরণ করে যায়
 যত দিন বেঁচে রব এই ধরণীতে
 তত দিন তোমাদের স্বৃতি বুকে নিয়ে বেঁচে রব।।
সকল জনাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।।

No comments:

Post a Comment