আকাশ তারা
------শুভ জিত দত্ত
অকাশের তারা গুলো জ্বল জ্বল করে জ্বলে উঠছে
কিছু যেন বলতে চায় তারা আমরা কেন যেন তাদের কথা বুঝতে পারি না
কেন যেন তারা গুলো ঝড়ে পড়ে সবুজের মাঠে
সবুজ যেন তারা গুলোকে হাতছানি দিয়ে ডেকে নেয় তাদের কাছে
সবুজের সাথে মিশে তারা গুলো কোথায় যেন কোথায় হারিয়ে গেল
সবুজ ঘাস গুলো যেন হঠাৎ করে জ্বলে জ্বলে ওঠে
------শুভ জিত দত্ত
অকাশের তারা গুলো জ্বল জ্বল করে জ্বলে উঠছে
কিছু যেন বলতে চায় তারা আমরা কেন যেন তাদের কথা বুঝতে পারি না
কেন যেন তারা গুলো ঝড়ে পড়ে সবুজের মাঠে
সবুজ যেন তারা গুলোকে হাতছানি দিয়ে ডেকে নেয় তাদের কাছে
সবুজের সাথে মিশে তারা গুলো কোথায় যেন কোথায় হারিয়ে গেল
সবুজ ঘাস গুলো যেন হঠাৎ করে জ্বলে জ্বলে ওঠে
No comments:
Post a Comment