জীবন গাড়ী
শুভ জিত দত্ত
চলছে দোলা চলে
জীবন গাড়ী আজ
হঠাৎ করে কোন এক দিন
থেমে যাবে যে
কত না আরাম আয়েশে
চলছে দিন গুলী
কোন এক দিন থেমে যাবে
জীবন গাড়ী খানী
পাপ পূর্ণ হিসাব না করি
সারা জীবন ভর
এভাবে কি কেটে যাবে
সারা জীবন খানী
একটু ভেবে দেখ মন
চলে যেতে হবে এ জীবন ছেড়ে..
শুভ জিত দত্ত
চলছে দোলা চলে
জীবন গাড়ী আজ
হঠাৎ করে কোন এক দিন
থেমে যাবে যে
কত না আরাম আয়েশে
চলছে দিন গুলী
কোন এক দিন থেমে যাবে
জীবন গাড়ী খানী
পাপ পূর্ণ হিসাব না করি
সারা জীবন ভর
এভাবে কি কেটে যাবে
সারা জীবন খানী
একটু ভেবে দেখ মন
চলে যেতে হবে এ জীবন ছেড়ে..
No comments:
Post a Comment