ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Wednesday, January 6, 2016

জীবন গাড়ী
 শুভ জিত দত্ত
চলছে দোলা চলে
 জীবন গাড়ী আজ
 হঠাৎ করে কোন এক দিন
 থেমে যাবে যে
 কত না আরাম আয়েশে
 চলছে দিন গুলী
 কোন এক দিন থেমে যাবে
 জীবন গাড়ী খানী
 পাপ পূর্ণ হিসাব না করি
 সারা জীবন ভর
 এভাবে কি কেটে যাবে
 সারা জীবন খানী
 একটু ভেবে দেখ মন
 চলে যেতে হবে এ জীবন ছেড়ে..

No comments:

Post a Comment