ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, February 2, 2016

ভীরের মাঝে
.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,শুভ জিত দত্ত
আজ পাঠক সমাগমে
মুখোরিত হল চারিদিক
মেলার দোকান গুলো আজ
ভরপুর হল পাঠকে
ভিরের মাঝে খুঁজে পাওয়া
যায় না যে কাওকে
এদিক ওদিক খুঁজে
সারাদিন হয়ে যায় হয়রান
কবি কে একটু দেখবো
বলে সারাদিন চলে খোঁজাখুজি
একবারের জন্য হলেও
সামনে থেকে একটু
দেখতে পারতাম তাকে
দিন যায় রাত আসে
ভীর যে ক্রমেই বাড়তে
থাকে মেলা প্রাঙ্গনে
যানি না তাকে আর
খুঁজে পাওয়া হবে কিনা

No comments:

Post a Comment