ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Monday, February 22, 2016


পরাধীনতার বেড়াজাল
.,.,.,.,.,.,.,শুভ জিত দত্ত
সেদিন এই স্বাধীনতা দেখার
জন্য কি ওরা নেমেছিল
যুদ্ধের ময়দানে
ছেড়েছিল ঘর করেছিল
জীবন বাজী
তবে কেন হল না অর্জিত
ওদের প্রাপ্য স্বাধীনতা টুকু
কেন আজও পরাধীনতার
বেড়াজালে আটকে আছে ওরা
আজ মুক্ত আকাশে উড়ে
বেড়াতে কেন এত বাঁধা
স্বাধীনতার পরাজিত শক্তিরা কেন
আজো কুঁড়ে কুঁড়ে খায় মানচিত্র
আজ এই স্বাধীনতা দেখার
জন্য কি ওরা ঢেলেছিল তাজা রক্ত
করেছিল নিজের জীবন
বলিদান মাতৃভূমির টানে

No comments:

Post a Comment