ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Monday, February 22, 2016

শুভ জিত দত্ত
ছলবলে আমার সাথে
করলে তুমি খেলা
বুঝতে আমরা হয়নি দেরি
তোমার কারসাজি
বড্ড বোকা ছিলাম আমি
তাই বলে সুযোগ নিলে তুমি
বুঝতে পেরে এখন আমি
তোমার থেকে
দূরে দূরে থাকি
এখন আমি বড্ড সূখি
আছি একাকী
ভালই আছি এখন আমি
তোমায় ভুলে আজ

No comments:

Post a Comment