Monday, February 22, 2016

ওরা বার বার বাংলা
ভাষার ওপর করেছে আঘাত
তবু বাঙালী মাথা নত করে নি
ওরা যতবার করেছে আঘাত
বাঙালী তার জীবন দিয়ে
করেছে প্রতিঘাত
প্রয়োজনে এই বাঙালি রক্তে
রাঙিয়েছে রাজপথ
তবু বাঙালী কখনো
পিছু হটে নি
বিট্রিশ আন্দোলনেও এই
বাঙালীর অবদান চিরস্মরণীয়
নেতাজী সুভাস,মাষ্টার দা
হাসি মুখে নিজের জীবন
করেছে বলিদান
বাঙলী যে বীরের জাতি
 এরা ভয় কে করে জয়
.,.,.,,.,.,,.,.,.,,.,,,.,.,,শুভ জিত দত্ত

No comments:

Post a Comment