আধো আধো ভাষায় যখন
ডাকতিস বাবা বলে
সব দুঃখ যেতাম ভুলে
তোর বাবা ডাক শুনে
দুষ্টুমিতে সারা বাড়ি
রাখতিস মাতিয়ে
আজ তুই হঠাৎ করে
অনেক বড় হলি
এক নামে সবাই তোকে
সাহেব বলে ডাকে
দু দিন বাদে আমায়
তুই দিলি পর করে
শেষ ঠিকায় রয়ে গেলাম
আজ বৃদ্ধাশ্রম
মাঝে মাঝে আজও তাই
তোর কথা ভেবে
কেঁদে যায় নিরবে
আজ আমি তোদের
ছেড়ে আছি বড় একাকী
..........,.,.,শুভ জিত দত্ত
ডাকতিস বাবা বলে
সব দুঃখ যেতাম ভুলে
তোর বাবা ডাক শুনে
দুষ্টুমিতে সারা বাড়ি
রাখতিস মাতিয়ে
আজ তুই হঠাৎ করে
অনেক বড় হলি
এক নামে সবাই তোকে
সাহেব বলে ডাকে
দু দিন বাদে আমায়
তুই দিলি পর করে
শেষ ঠিকায় রয়ে গেলাম
আজ বৃদ্ধাশ্রম
মাঝে মাঝে আজও তাই
তোর কথা ভেবে
কেঁদে যায় নিরবে
আজ আমি তোদের
ছেড়ে আছি বড় একাকী
..........,.,.,শুভ জিত দত্ত
No comments:
Post a Comment