ওরা ধনী
শুভ জিত দত্ত
ওদের আছে অঢেল তবু
সড়ে না হাত দিয়ে
মানবিকতা আজ শুধু তাদের আছে
যাদের নেই কিছু
ওদের নেই কিছু তবুও
মন যে ওদের বিশাল
ওদের আজ সব থেকেও
যেন কোন কিছুই নেই
যাদের আছে পাহার সমান
তাদের মুখে একটায়
বুলি দূর দূর দূর
না থাকলেও ওদের কিছু
মনটা ওদের বড্ড বড়
সমাজে মানুষ কেন
ধনীদের কদর করে
নিচের দিকে নজর ওদের
পরেনা কবুও
নিচের দিকের মানুষ তাই
ওদের বড্ড ঘৃণা করে
শুভ জিত দত্ত
ওদের আছে অঢেল তবু
সড়ে না হাত দিয়ে
মানবিকতা আজ শুধু তাদের আছে
যাদের নেই কিছু
ওদের নেই কিছু তবুও
মন যে ওদের বিশাল
ওদের আজ সব থেকেও
যেন কোন কিছুই নেই
যাদের আছে পাহার সমান
তাদের মুখে একটায়
বুলি দূর দূর দূর
না থাকলেও ওদের কিছু
মনটা ওদের বড্ড বড়
সমাজে মানুষ কেন
ধনীদের কদর করে
নিচের দিকে নজর ওদের
পরেনা কবুও
নিচের দিকের মানুষ তাই
ওদের বড্ড ঘৃণা করে
No comments:
Post a Comment