ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, March 11, 2016

ওরা ধনী
শুভ জিত দত্ত
ওদের আছে অঢেল তবু
সড়ে না হাত দিয়ে
মানবিকতা আজ শুধু তাদের আছে
যাদের নেই কিছু
ওদের নেই কিছু তবুও
মন যে ওদের বিশাল
ওদের আজ সব থেকেও
যেন কোন কিছুই নেই
যাদের আছে পাহার সমান
তাদের মুখে একটায়
বুলি দূর দূর দূর
না থাকলেও ওদের কিছু
মনটা ওদের বড্ড বড়
সমাজে মানুষ কেন
ধনীদের কদর করে
নিচের দিকে নজর ওদের
পরেনা কবুও
নিচের দিকের মানুষ তাই
ওদের বড্ড ঘৃণা করে

No comments:

Post a Comment