ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Friday, March 11, 2016

মানব ধর্ম
শুভ জিত দত্ত
ধর্ম নিয়ে ওরা সবাই
করে বাড়াবাড়ি
মানুষ সৃষ্ট ধর্ম  আজ
হয়েছে বিকল
যখন তখন যাকে তাকে
ধর্মের নামে চলে খোনাখুনি
ধর্মের নামে বোমাবাজি
চলে  যেথাই সেথাই
মানব থেকে বড়
আছে আবার কি
সব থেকে বড়
ধর্ম মানব ধর্ম
যেথাই নেই ভেদাভেদ
ধর্মে বর্ণে
সেথাই আছে শুধু
মানব ধর্ম
চাপিয়ে দিয়ে ধর্ম আবার
হয় কি পালন
ধর্ম মানে কি ব্যাক্তি
স্বাধীনতা হরন
যুগে যুগে তাই আজ
মানব ধর্মের জয়গান

No comments:

Post a Comment