ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Monday, November 28, 2022

মায়াবী চোখ 

- শুভ জিত দত্ত 


তুমি যে বসন্তের স্নিগ্ধ সকালে

দেখা সুন্দরের প্রতিচ্ছবি

তোমার মুখে যেন ফুটে ওঠে 

অপরূপ সৌন্দর্যের মহিমা


বিমোহিত হতে হয় কেন জানি

ঐ মায়াবী চোখে

মন কেড়ে নেয় বারে বারে

ঢেউ খেলানো চুলে


অনাবিল সৌন্দর্যের অপেক্ষায় 

অবাক চোখে চেয়ে থাকা

কখন তুমি আসবে আবার 

আমার বাড়ির এ পথ ধরে


চেয়ে থাকা আর কলমের খোঁচায়

তোমাকে নিয়ে লেখা

শুধু পৃষ্ঠা ফুরিয়ে যায়

তবু হয় না লেখা শেষ 


কোন উপমার বাঁধি তোমায়

সাধ্য কি আছে আমার 

মন মানে না লিখেই চলি

শুধু তোমাকে নিয়ে।।







Friday, November 18, 2022

কবিতা

 কাছে‌ পাওয়ার আকুলতা

শুভ জিত দত্ত


তোমাকে খুঁজতে খুঁজতে

আজ বড় ক্লান্ত

বছরের পর বছর 

কখন‌ যে যুগ কেটে গেল

শুধু অধরায় রইলে তুমি


মনের কোণে আঁকা ছবি

তার দেখার আকুলতা

শুধু স্বপ্নেই আসো

খেয়াল খুশি মতো

শুধু বাস্তবে হলো না দেখা


আর এই নিয়ে দিন গোনা 

তুমি আসবে হঠাৎ

কোন এক বসন্তে 

সেদিন আমার হাজারো স্বপ্ন

এক নিমিষেই পূরণ হবে।।



Sunday, October 30, 2022

প্রার্থনা

 ভগবান তোমার চরণে 

ঠাঁই দিও মোরে

একটু দিও‌ আশ্রয় 

তোমা‌ ছাড়া এই জগতে বলো‌

কে আছে বলো

সুখ দুঃখের ভাগিদার হয়ে

থেকো জনম ভর

মানুষ জনম দিলেই তবে

পাপের ভার থেকে তুমি

মুক্তি দিও আমায় 

এতো শোক তাপ কষ্ট গুলো

কি করে সইবো আমি।

ভালোর দিকে আলোর‌ পথে

দেখিও সদা তুমি 

তোমার আশির্বাদ ছাড়া 

এই জগতে কি আমি

চলার ক্ষমতা রাখি

শুভ আশিস দিও তুমি

সারা জনম ভর


সাংসার আমার বৃথা যাবে

তোমাকে না পেলে 

ভগবান সবই দেখ

তবে কষ্ট কেন দাও সদা

এতো কষ্ট দিলেই যখন

সহ্য করার ক্ষমতা দিও

হেসে খেলে কাটাবো আমি

তোমার নাম গানে

যদি তুমি আমার একটু 

ভালো থাকার সুযোগ করে দিও


প্রার্থনা 

-শুভ জিত দত্ত 



কবিতা বন্ধ হোক যুদ্ধ

 


বন্ধ হোক যুদ্ধ

-শুভ জিত দত্ত


যুদ্ধের নামে সহিংসতা

বাড়ছে শুধু দেনা

মহা মূল্যবান তাজা প্রাণ 

যায় কি কখনো কেনা


যুদ্ধের আসর থেকে 

গুলির শব্দ আসে 

প্রতিটা দিন কাটছে যেন

ভয়ানক এক ত্রাসে


এই মরণ দশার মাঝে

করবে কে বা ত্রাণ

বুলেট এসে প্রতিনিয়ত

কাড়ছে তাজা প্রাণ


অস্ত্র নিয়ে ঝনঝনানি

আবার কবে থামবে

একদিন ঠিকই দ্বন্দ্ব ভুলে  

বন্ধুত্বের বন্ধনে বাঁধবে।।




Monday, October 24, 2022

 দূর প্রবাসে

-শুভ জিত দত্ত 

বন্ধু তবে এলেই যখন

থেকে যেও কদিন

আবার গেলে আসবে কবে

তার ঠিকানা নেই


দূর দেশে কখনও কি

আমাদের মনে পড়ে

নাকি সারাদিন শুধু নিজেকে

কাজের মধ্যে ডুবিয়ে রাখো


আমরা কিন্তু বন্ধু তোমার

ফোনের আশায় থাকি

দূর প্রবাসে কেমন আছো

ব্যাকুল হয়ে থাকা


শত কাজের ব্যস্ততার মাঝে 

খোঁজ খবর রেখো

নইলে কিন্তু সম্পর্কের বন্ধন

নিমিষেই মুছে যাবে।।




Monday, October 17, 2022

বন্ধুত্বের স্মৃতি

 প্রিয় বন্ধু 

-শুভ জিত দত্ত


বিপদ এলেই এক নিমিষেই 

ছুটে আসে কাছে

চাওয়া পাওয়া হীন উদ্দেশ্যে

আপন করে নেওয়া


 খারাপ লাগার দিন গুলোতে

তোরা থাকিস পাশে

গল্প আড্ডায় ভুলেই যেতাম

মন খারাপের কারণ


তোদের সাথে পাড়ি দিতাম

দুর্গম কোনো পথে

বন্ধু থাকলে ভয়ের কথা

মাথায় কি আর আসে


বের হতাম দূরের পথে

তোদের সাথে নিয়ে

ব্যস্ততা কে ছুটি দিয়ে

হারিয়ে যেতাম কদিন



ভুলেই যেতাম খাওয়া কথা

হাসি গানের মাঝে

সারা জীবন থাকিস তোরা 

সুখের স্মৃতি হয়ে।।

Friday, October 14, 2022

কবিতা - বৃদ্ধাশ্রমের দরজা

বৃদ্ধাশ্রমের দরজা

-শুভ জিত দত্ত 


ভাই আজ ভাইয়ের ‌সাথে

দিনরাত্রি করছে হানাহানি

বাবা মার আহার জোটে

কটু কথা শুনে


মা বাবা‌র জায়গা এখন

হয়না ছেলের ঘরে

বৌমা এসে দক্ষল করে

মায়ের কোলের ছেলে


দুদিন পর ঘরছাড়া হয়

বৃদ্ধাশ্রম শেষ ঠিকানা

শ্বশুর বাড়ির লোক গুলো 

তখন আপন হবে


যদিও থাকার সুযোগ হয়

ঘরের এক কোণে

ঝি এর মতো খাটতে খাটতে

জীবন প্রদীপ নেভে


বৃদ্ধাশ্রমের দরজা একদিন

ঠিকই বন্ধ হবে

বৌমা শ্বাশুড়ি দ্বন্দ্ব কিন্তু 

একদিন ঘুচে যাবে।।










Tuesday, October 11, 2022

কবিতা

 সুখের সন্ধানে

-শুভ জিত দত্ত

তোমার আকাশ বাঁধন ছাড়া 

মেঘের মতো ভেসে থাকি 

আর রাত দুপুরে স্বপ্ন উড়ায় 


জমতে থাকা কষ্ট গুলো

মনের অজান্তে ঝড়ে পড়ে

চোখের জল বৃষ্টি হয়ে


সুখের দেখা পেলেই কখন

দুঃখের কালো মেঘ গুলো

হঠাৎ কখন সড়ে যায়


কখন তোমার মনের অন্তরালে

ভেসে আসে সাদা মেঘ

সুখের স্মৃতি সাথে নিয়ে ।।

Thursday, September 15, 2022

কবিতা

 স্বার্থের মাঝে

-শুভ জিত দত্ত

নিজেকে নিয়ে ব্যস্ত সবাই 

স্বার্থের পিছু ছোটা

আপন মানুষের সুখ দুঃখ

দেখার সময় নেই তো


বিপদ এলেই মনে পড়ে

স্বার্থ ফুরালে ফুস 

কাজের শেষে সময় হলে

এমনি ছুড়ে ফেলো


আমি এখন বুঝে গেছি

তোমাদের জারিজুরি

পড়ছি না আর তোমাদের

সাজানো কোন ফাঁদে


আমার মতো আমি এখন

নিজেকে ব্যস্ত রাখি

ঢাকলে পড়ে যায় না আর

কারো বিপদে ছুটে।।






Sunday, September 11, 2022

শরৎ এর কবিতা

 শরৎ এর স্মৃতি
-শুভ জিত দত্ত

কাশফুলের সমারোহে তোমাকে নিয়ে
কাটানো অজস্র স্মৃতি ভেসে আসে
মনের মাঝে এই বুঝি শরৎ এলো

সেদিন নীল আকাশে সাদা মেঘেরভীর 
জমানো দেখতে দেখতে সময় কখন 
ফুরিয়ে যেত তার পর ঘরে ফেরা

উৎসবের দিন গুলোতে রঙিন সাজে
তোমাকে দেখা নতুন রূপে এ যেন
এক নতুন তুমি সাদা শাড়ি লাল পাড় 

বছর ঘুরে উৎসব আসে সবাই মাতে
যে যার মতো শুধু তুমি ছাড়া সব 
কিছুই আমার কাছে অসম্পূর্ণই থাকে

না ফেরার দেশে তোমার দেখানো পথে
একদিন আমিও জমাবো পাড়ি সেই দিন
কথা হবে নিয়ে এক রাশ কথার পাহাড়।।



Thursday, September 8, 2022

কবিতা জমানো স্বপ্ন

 জমানো স্বপ্ন

-শুভ জিত দত্ত 


বড় অগোছালো হয়ে গেছে

গোছানো ছিল সবই

কিছু আশার সঞ্চারও ঘটেছিল

নিমিষেই চূর্ণ বিচূর্ণ হলো


সহজে বদলে ফেলা যায় কি‌ সব

ছিল সবই যা সাজানো

কি ভাবেই বা মনকে দ্রুত

পাল্টে ফেলা যায়


দিনে দিনে যেভাবে গড়েছিলে

সেভাবে আছে ঠিকই

হঠাৎ কালো মেঘের দল 

কখন ঘনিয়ে এলো


কেনই বা রুদ্র মূর্তি নিয়ে

হঠাৎ হাজির হলে

জমানো স্বপ্ন গুলো ভাঙলে

কি এমন দোষে


তবু ভালো থেকো তুমি

সুখের স্মৃতি নিয়ে

তোমার দেখার ইচ্ছে গুলো

পোড়ায় নিজেকে খুব।।

Wednesday, August 24, 2022

কবিতা তুমি চাইলে

 তুমি চাইলে

-শুভ জিত দত্ত

বৃষ্টি ভেজা সকাল বর্ণিল হতো

যদি তুমি চাইতে

মেঘ গুলো ভেসে বেড়াতো

তোমার চোখের ইশারায়


তুমি চাইলে রংধনু প্রলেপ 

নিমিষেই ছেয়ে যেতো

শোভা পেতো আকাশ জুড়ে

রঙিন তুলির ছোঁয়া


সাতটি রং এর মেঘেরা এসে

অবলীলায় ভীর জমায়

চির চেনা ছবিটি যেন মনে হয়

শিল্পীর তুলিতে আঁকা


হঠাৎ কখন তুমি দেখবে চেয়ে

অবাক হয়ে রইবে

তোমার জন্য আকাশ কেমন

সেজেছে রঙিন হয়ে


তোমার কে ঘিরে তাদের কত

আয়োজনের শেষ নেই

পূর্ণতা পাক তাদের ইচ্ছা

তোমার পদচারণায়।।







পূজোর কবিতা

 পূজোর ক্ষণ

শুভ জিত দত্ত


আসছে পূজা বছর ঘুরে

মন বসে না কাজে,

নিজেকে তাই মেলে ধরা 

নতুন কোনো সাজে।


ব্যস্ত থাকা এই কটা দিন

পূজোর অনেক কাজে,

ঐ শোনা যায় ও দিক হতে

ঢাকের বাদ্যি বাজে।


দেখতে দেখতে চলেই এলো

প্রহর গোনার পালা,

দেখেছি সেই মায়ের গালায়

রাঙা জবার মালা।


সময় কখন ফুরিয়ে গেল

বুঝে ওঠার আগেই

এখন আবার নতুন করে

ফিরতে হবে কাজেই।।


Tuesday, August 2, 2022

অপেক্ষার প্রহর


অপেক্ষার প্রহর

-শুভ জিত দত্ত-


আসছে ভেসে খুশির হাওয়া 

মনের মাঝে  লাগলো দোলা

উৎসব মানেই মেতে ওঠা

হলাম না হয় বাঁধন হারা


একটা বছরের অপেক্ষার

প্রহর গুনা শেষ হলেই

নিজেকে যেন মেলে ধরা

অন্য কোন নতুন সাজে


হৈ হুল্লোড়ে কাটবে কদিন

দেখতে দেখতে ফুরিয়ে যাবে

ফিরতে হবে কাজের খোঁজে

কর্ম ব্যস্ত কাটবে আবার


অপেক্ষার পালা হৃদয় মাঝে

বার বার ফিরে আসে

উৎসব তাই মনের খেয়ালে

বছর জুড়েই লেগে থাকে।।

Monday, August 1, 2022

কবিতা

মনের মেঘ
-শুভ জিত দত্ত

যেখানে মেঘের আনাগোনায়
মুখরিত হয়ে ওঠে
প্রতিদিনের এর স্বপ্নের মতো
জমা হতে থাকে

কোন মেঘ দিশা হারিয়ে ফেলে
ছুটে চলে অজানায়
কিছু স্বপ্ন পূরণ হলে কিছু থাকে
সব সময় অধরা 

জীবন আর আকাশের মেঘ
কত দিনের সম্পর্ক
দুজনের মনের মাঝে কষ্টের
কালচে মেঘ জমে

সময় অসময়ে ঠিক ঝরে যায়
নিজেকে হালকা করে
চোখের জল অথবা বৃষ্টি হয়ে
একটু সুখের খোঁজে।।মনের মেঘ
-শুভ জিত দত্ত

যেখানে মেঘের আনাগোনায়
মুখরিত হয়ে ওঠে
প্রতিদিনের এর স্বপ্নের মতো
জমা হতে থাকে

কোন মেঘ দিশা হারিয়ে ফেলে
ছুটে চলে অজানায়
কিছু স্বপ্ন পূরণ হলে কিছু থাকে
সব সময় অধরা 

জীবন আর আকাশের মেঘ
কত দিনের সম্পর্ক
দুজনের মনের মাঝে কষ্টের
কালচে মেঘ জমে

সময় অসময়ে ঠিক ঝরে যায়
নিজেকে হালকা করে
চোখের জল অথবা বৃষ্টি হয়ে
একটু সুখের খোঁজে।।