"রাগের চোটে"
--শুভ জিত দত্ত
বাবু সোনা রেগে গেলে
কিছু ভেঙে শোনে,
কোন কিছু বলে না যে
অংক খালি গোনে।
রাগ করে বলে না যে
কারো সাথে কথা ,
গোমড়া মুখে থাকে যে সে
খেলনা নিয়ে তথা।
কোন কথায় ভোলে না সে
চাই তার নাটাই,
বানাবে সে নানা ঘুড়ি
মাথা তো সে খাটাই।
নানা ছুতোয় যাবে মাঠে
ধরতে গেলেই আপত্তি,
মা তাই একটু গেলেই রেগে
বাধে যত বিপত্তি।
সারা পাড়া ঘুরে শেষে
আসে কান্ড করে,
সন্ধ্যা হলে ঘুমিয়ে পড়ে
মা কে ধরে আঁকরে।।