ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Monday, February 22, 2016

ওরা বার বার বাংলা
ভাষার ওপর করেছে আঘাত
তবু বাঙালী মাথা নত করে নি
ওরা যতবার করেছে আঘাত
বাঙালী তার জীবন দিয়ে
করেছে প্রতিঘাত
প্রয়োজনে এই বাঙালি রক্তে
রাঙিয়েছে রাজপথ
তবু বাঙালী কখনো
পিছু হটে নি
বিট্রিশ আন্দোলনেও এই
বাঙালীর অবদান চিরস্মরণীয়
নেতাজী সুভাস,মাষ্টার দা
হাসি মুখে নিজের জীবন
করেছে বলিদান
বাঙলী যে বীরের জাতি
 এরা ভয় কে করে জয়
.,.,.,,.,.,,.,.,.,,.,,,.,.,,শুভ জিত দত্ত
শুভ জিত দত্ত
ছলবলে আমার সাথে
করলে তুমি খেলা
বুঝতে আমরা হয়নি দেরি
তোমার কারসাজি
বড্ড বোকা ছিলাম আমি
তাই বলে সুযোগ নিলে তুমি
বুঝতে পেরে এখন আমি
তোমার থেকে
দূরে দূরে থাকি
এখন আমি বড্ড সূখি
আছি একাকী
ভালই আছি এখন আমি
তোমায় ভুলে আজ

পরাধীনতার বেড়াজাল
.,.,.,.,.,.,.,শুভ জিত দত্ত
সেদিন এই স্বাধীনতা দেখার
জন্য কি ওরা নেমেছিল
যুদ্ধের ময়দানে
ছেড়েছিল ঘর করেছিল
জীবন বাজী
তবে কেন হল না অর্জিত
ওদের প্রাপ্য স্বাধীনতা টুকু
কেন আজও পরাধীনতার
বেড়াজালে আটকে আছে ওরা
আজ মুক্ত আকাশে উড়ে
বেড়াতে কেন এত বাঁধা
স্বাধীনতার পরাজিত শক্তিরা কেন
আজো কুঁড়ে কুঁড়ে খায় মানচিত্র
আজ এই স্বাধীনতা দেখার
জন্য কি ওরা ঢেলেছিল তাজা রক্ত
করেছিল নিজের জীবন
বলিদান মাতৃভূমির টানে

Tuesday, February 2, 2016

ভীরের মাঝে
.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,শুভ জিত দত্ত
আজ পাঠক সমাগমে
মুখোরিত হল চারিদিক
মেলার দোকান গুলো আজ
ভরপুর হল পাঠকে
ভিরের মাঝে খুঁজে পাওয়া
যায় না যে কাওকে
এদিক ওদিক খুঁজে
সারাদিন হয়ে যায় হয়রান
কবি কে একটু দেখবো
বলে সারাদিন চলে খোঁজাখুজি
একবারের জন্য হলেও
সামনে থেকে একটু
দেখতে পারতাম তাকে
দিন যায় রাত আসে
ভীর যে ক্রমেই বাড়তে
থাকে মেলা প্রাঙ্গনে
যানি না তাকে আর
খুঁজে পাওয়া হবে কিনা

Sunday, January 24, 2016


আমাদের সৌমেন
.......................শুভ জিত দত্ত
সৌমেন এর নাম টা
 রয়ে গেল সবার মুখে মুখে
 ছেলেটা এতই সহজ সরল
 না মিশলে বোঝাযায় না
 তার ভিতরে ছিল দুরন্তপানা
 আর দুষ্টুমিতে ভরা
 কারো বিপদ শুনলে সাবার
 আগে সে যে যায় ছুটে
 সৌমেন এর কাছে
 কখনো কেউ কিছু চাইলে
 না শোনা যায় না
 তার কথায় ভলে না কেউ
 এমন লোক পাওয়া যায় না
 সৌমেন এর এমনই
 যে দেখলে মুগ্ধ হয়ে য়ায়
 একটা যেন গভীর
 মায়া আছে তারা চেহারে তে
 কিন্তু সৌমেন এর
 হঠাৎ যে কি হল
 যানে না কেউ
 কদিন ধরে তার নেই
 যে কোন খোঁজ
 জানা গেল তার নাকি কঠিন
 আসুখে পড়ে আছে বিছানায়
 যানি না সৌমেন ফিরবে
 কিনা আমাদের মাঝে
 তার আরোগ্য কমনা
 করি সব সময়

Thursday, January 21, 2016


রৌদ
........শুভ জিত দত্ত
কুয়াশে ভেঙে মিষ্টি
রৌদ উুঁকি মারে
ঘরের এক কোণ থেকে
রৌদের আলোয় প্রকৃতি
পায় এক অনাবিল শুভ্রতা
পাক পাখালির মাঝে
সৃষ্টি হয় প্রাণের স্পদন
মিষ্টি রৌদের মিষ্টি হাসি
জোড়ায় সবার প্রাণ
কুয়াশা ভাঙা রৌদে
তাই শুরু হয় জাগরন
শুরু হয় কর্মচঞ্চল
এক শুভ্র সকালের
চারিদিকে বয়ে যায়
সোনা রৌদের মিষ্টি হাসি

Wednesday, January 6, 2016

হে স্বাধীনতা
 শুভ জিত দত্ত
 অনেক কষ্টে অর্জিত আমাদের এই স্বাধীনতা
 কিন্তু আমরা কি প্রকৃত স্বাধীনতা পেয়ে ছি!
মানুষ আজ দু মুঠো ভাতের জন্য রাস্তায় করে হা হা করা
 আজ কোথায় স্বাধীনতা?
একটি ছেলে অভাবের জন্য সংসারের দায়িত্ব নেয় নিজ কাঁধে তুলে
 আজ কোথায় স্বাধীনতা?
যারা নিজ সংসার ত্যাগ করে নামিল যুদ্ধের ময়দানে
 আজ কোথায় তাদের অধিকার
 এটায় কি আমাদের অর্জিত স্বাধীনতা
 আমরা কি এটায় চেয়েছিলাম
 শত কষ্টের মাঝে কেন দিন কাটায় মুক্তিযোদ্ধাদের সন্তানেরা
 আসলে এটাই বাস্তবতা এটাই স্বাধীনতা।

"অমর স্বাধীনতা"
শুভ জিত দত্ত
 সে দিন যদি আমার ভাইয়েরা
 ভাষার জন্য জীবন যদি নাহি দিত
 তাহলে হয় তো বা কেউ,
মনে রাখতো না অমর স্বাধীনতা কে
 মাথা নত করে স্বরণ করি তাদের
 যারা আমাদের ভাষার জন্য জীবন করল দান
 তোমাদের এই ধণ হয় তো বা কখনই শোধ করা সম্ভব নয়
 তাই যতটুকু পারি ওগো তোমাদের জন্য
 কৃতাঙ্গতা আর শ্রদ্ধা ভরে স্বরণ করে যায়
 যত দিন বেঁচে রব এই ধরণীতে
 তত দিন তোমাদের স্বৃতি বুকে নিয়ে বেঁচে রব।।
সকল জনাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।।
অপূর্ব বাংলা
 শুভ জিত দত্ত
 আমার সোনার বাংলার রুপের বর্ণনা হয় তো বা বলে শেষ করা যাবে না
 কি নেই আমার এই অপূর্ব বাংলায়
 চারিদের সবুজের সমারাহ আর নীল আকাশ যেন দিগন্ত ছুঁয়ে যায়
 কত না সাধু পুরুষের পূর্ণ ভূমি আমার এই অপূর্ব বাংলা
 মাঝি যেন আকূল হয়ে গানে গেয় দাঁড় টানে সারা বেলা
 কত নদ নদী আর হাওড় বাওরে ভরা চারি দিক
 যে দিকে তাকায় সেদিকে যেন সোনার ধানে গেছে ভরে
 যে একবার দেখেছে ওগো এই বাংলার রুপ
 কখন হয় তো ভুলিতে পারিবেনা ওগো এই বাংলাকে
 জীবন যেন অবসান হয় মাগো এই বাংলার মাটিতে
 বার বার জন্মিতে পারি মাগো তোমার এই অপূর্ব বাংলায়।।
বৈচিতে ভরা
......শুভ জিত দত্ত
 অনেক স্বপ্ন ও আশা নিয়ে এসেছিলাম
 ওগো তোমাদের এই সুন্দর পৃথিবীতে
 কতনা বিচিত্র তোমাদের এই পৃথিবী
 ক্ষণে ক্ষণে যেন নতুন রুপ ধারণ করে
 তোমাদের এই অপূর্ব লীলা ময় পৃথিবী
 মানব জনম আমার সার্থক
 হল ওগো এই পৃথিবী তে জন্মে
 নদ নদী আর পাখির কলরব
 সব সময় আমাকে যেন নতুন জগতে প্রবেশ করায়
 হাজারো প্রাণী জীব ও বৈচিত্রে ভরা
 এই জাদুর নগরী দেখে যেন মন ভরে না
 সব সময় আমাকে যেন মাতাল করে রাখে
 তার অপূর্ব সৌদর্যে।।
৫২র আন্দোলন
-----@শুভ জিত দত্ত
 সেথাই পড়ত আমার ছোট খোকা
 সাধ ছিল তার ডাক্তার হয়ে মানুষ সেবা করার
 সে সাধ হয়ত হবে পূরণ কোন এক দিন জানি
 হঠাৎ করে ঝড় এসে ভেঙে দিল মোর খোকার স্বপ্ন খানি
 খবর এল হঠাৎ এক দিন
 আমার খোকার দেহ খানি লুটিয়ে আছে এই রাস্তার পড়ে
 জানতে চাহিলাম কি হয়েছে
 ওরা বলল কারা যেন নিমর্ম ভাবে হত্যা করেছে আমার খোকাকে
 শুনে মোর বুক ফেটে অঝড় ধারায় অশ্রু ঝড়তে লাগলো।।
আকাশ তারা
------শুভ জিত দত্ত
 অকাশের তারা গুলো জ্বল জ্বল করে জ্বলে উঠছে
 কিছু যেন বলতে চায় তারা আমরা কেন যেন তাদের কথা বুঝতে পারি না
 কেন যেন তারা গুলো ঝড়ে পড়ে সবুজের মাঠে
 সবুজ যেন তারা গুলোকে হাতছানি দিয়ে ডেকে নেয় তাদের কাছে
 সবুজের সাথে মিশে তারা গুলো কোথায় যেন কোথায় হারিয়ে গেল
 সবুজ ঘাস গুলো যেন হঠাৎ করে জ্বলে জ্বলে ওঠে
ক্ষণিকের পৃথিবী
@শুভ জিত দত্ত@
জীবন আমার বৃথা গেল তোমায় ছাড়া আজ
 ক্ষণে ক্ষণে তোমার কথা ভেবে হই দিশেহারা
 একটি বার যদি প্রেতাম তোমায় কাছে
 জীবন আমার ওগো ধন্য হত তোমায় কাছে পেয়ে
 ছোট্ট এই পৃথিবী ক্ষণিকে র জন্য আসা ওগো এই জরাময় পৃথিবীতে একটি বারের জন্য শুধু তোমাকে চাই বড়ই আপন করে
 যে কটা দিন বাঁচপো ওগো তোমাকে চাই একটু পাশে
 শুধু এই টুকুই আমার নিবেদন ।।
শরৎ মানে শারদ উৎসব
 সাদা মেঘ আর কাশ ফুলে ছেয়ে গেছে চারি দিক
 প্রকৃতি আজ নতুন রুপে সেজে উঠছে,
ঢাকে পরল কাটী আর মন মাতানো পূজোর গন্ধ যেন আমাকে পাগল করে দেয় সারা ক্ষণ,
ছেলে বেলার দিন গুলোর কথা যেন মনে পড়ে যায় বারে বারে বাবু দের বাড়ির পূজো দেখতে ছুটে যেতাম ক্ষণে ক্ষণে,
কত না হাসি আনন্দ আর হৈচৈ করে কেটেছে সেই ছেলে বেলার উৎসবের দিন গুলি।।শুভ জিত দত্ত।।
জীবন গাড়ী
 শুভ জিত দত্ত
চলছে দোলা চলে
 জীবন গাড়ী আজ
 হঠাৎ করে কোন এক দিন
 থেমে যাবে যে
 কত না আরাম আয়েশে
 চলছে দিন গুলী
 কোন এক দিন থেমে যাবে
 জীবন গাড়ী খানী
 পাপ পূর্ণ হিসাব না করি
 সারা জীবন ভর
 এভাবে কি কেটে যাবে
 সারা জীবন খানী
 একটু ভেবে দেখ মন
 চলে যেতে হবে এ জীবন ছেড়ে..