ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Thursday, April 20, 2023

 সমাজ পতি

-শুভ জিত দত্ত


সত্য মিথ্যা ঘুরিয়ে বলে

লাভ কি ভাই তাতে

সমাজ চলে এর উপরে

এরাই সমাজ পতি


ঘুমিয়ে গেছে জাতির বিবেক

অন্ধ হয়ে হাটে

আবার কবে খুলবে চোখ

অবাক হয়ে থাকি


ঘুষের টাকায় পেট ফুলেছে 

তাতেই বাড়ি গাড়ি

বলবে কি আর দেখে শুনে

এটাই রীতি নীতি


গরীব মানুষ লাথি খায়

আবার খায় কিলও

এসব তাদের সয়ে গেছে

গায়ে লাগে না কিছুই।।

Thursday, April 6, 2023

আমাদের মানুষ-কবিতা


 আমাদের মানুষ

-শুভ জিত দত্ত 

আশেপাশের ছড়িয়ে ছিটিয়ে থাকা
খেটে খাওয়া মানুষ গুলো
সম্বল বলতে তাদের রোজগার খাটুনি

দুবেলা দুমুঠো পেটে ভাত জুটলেই
হাজারো চাহিদা দূরে রেখে
তাতেই তাদের স্বর্গীয় সুখ অনুভব হয়

কখন যদি হঠাৎ শরীর খারাপ ভর করে
সেদিন বন্ধ থাকে চুলা 
একবেলা কোনো রকমে নুন ভাতে

অসুস্থ শরীর নিয়ে আবার ছুটে চলা
বাড়ি ফেরা একগাল হাসি নিয়ে
শুধু বাজারে থলি হাতে তেমন কিছু নেই

তাদের অল্পতেই খুশি লাগে না বেশি
নেই যে তাদের বিলাসীতা
তারা আমাদের আশেপাশের মানুষ।।

 

কবিতা - ছবির মানুষ


 ছবির মানুষ

-শুভ জিত দত্ত 

কখন দেখা হয় নি তোমাকে সামনাসামনি
শুধু কথার মাঝে গড়ে ওঠে সম্পর্ক
আকাশ পাতাল ভাবনা গুলো তখন থেকে
মনের মাঝে রং তুলিতে ছবি এঁকে চলে

একটা দিন কথা না বললে মনে হয়
হাজার বছরের কথা গুলো জমে আছে
জমতে জমতে কখন যেন কথার 
লাইন গুলো পাহাড় সমান হয়ে গেছে 

তবু যতটুকু দেখেছি সেই ছবিতে
মনে হয় তোমাকে যেন হারিয়ে ফেলি
কোন এক অপ্সরা না হলে কোনো এক
স্বপ্নে দেখা কোনো রাজ কন্যার সাথে

আমার কপ্পলা যেন বার বার হার 
মানাতে বাধ্য হয় তোমার রূপের কাছে 
কোন এক জাদুকরী রূপে সেই ছবিতে 
দেখে আজও মনের দাগ কেটেছে।।

Thursday, March 16, 2023

প্রাণের বিনিময় -শুভ জিত দত্ত শুন্য হাতে দাঁড়িয়ে আছি তোমার জন্য আমি দেওয়ার মতো নেই যে কিছু তোমার কাছে আমার

 


প্রাণের বিনিময়

-শুভ জিত দত্ত 


শুন্য হাতে দাঁড়িয়ে আছি

তোমার জন্য আমি

দেওয়ার মতো নেই যে কিছু

তোমার কাছে আমার


তোমার রূপের কাছে

অর্থ যেন মূল্যহীন 

প্রাণের বিনিময়ে তোমার 

মনে আমরা ঠাঁই হবে 


জীবন‌ ছাড়া দেওয়ার মতো

নেই কিছু আর বাকি

তোমার জন্য সব দিয়েছি

শুধু জীবন‌ ছাড়া


চাইলে তুমি সেটুকু নিয়ে

আমাকে জায়গা দিও

তোমার মাঝে বাঁচার সুযোগ

পেলেই আমি খুশি।।

অর্থহীন সোশ্যাল মিডিয়া -শুভ জিত দত্ত





 অর্থহীন সোশ্যাল মিডিয়া

-শুভ জিত দত্ত 


মনের আজ বড় একটা

ক্ষত সৃষ্টি হয়েছে

তুমি হয়তো চোখে দেখতে

পারবে না


তোমাকে না দেখার কষ্ট গুলো 

আজ পাহাড় সমান

কথা হয় না অনেক দিন

মনে আছে আমাকে


সেই যে কত কথা হতো

সারাদিনের চ্যাটে

হাই হ্যালো দিয়ে শুরু হতো

দিন পার হয়ে যেত


তবু মনের খোরাক মেটে নি

আবার কবে আসবে

দেখবো তোমাকে অনলাইনে

আসি ফিরে যায়


তোমাকে ছাড়া সোশ্যাল মিডিয়া

সম্পূর্ণ অর্থহীন

বার বার স্ক্রল করতে করতে

হঠাৎ ঘুমিয়ে যাওয়া

Sunday, March 12, 2023

কবিতা

 রক্তের দাগ

-শুভ জিত দত্ত


ভুলিনি সেই রাতের কথা

বুলেটের আওয়াজ

দিকে দিকে জলপাই রঙের

গাড়ির আসা যাওয়া


খুঁজে খুঁজে তাজা প্রাণ

কেড়ে নেওয়ার উৎসব

ঘুম কেড়ে নেওয়া রাতে

স্বজন হারার হাহাকার


আতংকে আর ভয়ের মাঝেই

ভোর ঘনিয়ে এলো

এখনো ভেসে আসে সেই 

রাতের দুঃসহ স্মৃতি


মুক্তিকামী মানুষ গুলো 

লাশ হয়ে ঘরে ফেরে

স্বাধীন করো মুক্ত করো

সেদিনের সেই দাবি


চেয়ে দেখি তাদের রক্তের

দাগ বুকে নিয়ে আজ

বিশ্বের মানচিত্রে বাংলাদেশ

জ্বলজ্বল করে ওঠে।।











Wednesday, March 1, 2023

সাপ্তাহিক সাহিত্য পত্রিকা

সাপ্তাহিক সাহিত্য পত্রিকা

উৎসাহ সৃষ্টির অনুপ্রেরণায় এই স্লোগান সামনে নিয়ে ত্রিলোচন সাহিত্য ভুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়।কোনো লেখা যেন হারিয়ে না যায় প্রকাশের অভাবে।নতুন লেখক দের উৎসাহ প্রদান একমাত্র লক্ষ্য।এই আয়োজনে আপনিও যুক্ত হোন। প্রতি বৃহস্পতিবার ।আপনিও লেখা পাঠাতে পারেন ত্রিলোচন  সাহিত্য ভুুবনের সাপ্তাহিক সাহিত্য পত্রিকায়।

পত্র্রিকা পড়তে ক্লিক করুন

লেখা পাঠানোর ঠিকানা : Shuvojitdutta12@gmail.com

Tuesday, February 14, 2023

বসন্তের কবিতা

 


বসন্ত উৎসব

-শুভ জিত দত্ত 



বসন্তের সকালে আবির হাতে

তোমাকে দেখেছি

লাল নীল হলুদ নানা রঙের

ঢালা সাজিয়ে


অপেক্ষা করছিলে হয়তো 

আমার জন্য 

বের হতেই তাই আমাকে 

রাঙিয়ে দিলে


অপ্রস্তুত হয়ে তোমার রঙে

রঙিন হলাম

প্রাণের উৎসবে সারা দিলাম

তোমার সংস্পর্শে


বসন্ত তাই রঙিন হয়েছে

শোভিত চারিদিকে

তুমি দিলে প্রাণের স্পন্দন

বসন্তের উৎসবে।।




 মাতৃভাষা 

-শুভ জিত দত্ত


আমরা কি তেমন জাতি

ওতো সহজে চাইলে কি 

ছিনিয়ে নেওয়া যায়

আমার মায়ের মুখের ভাষা

এ যে সোনার চেয়েও দামী


নিজের জীবন বিলিয়ে দেবো

রাজপথ রাঙিয়ে দেবো

নিজের রক্ত ঢেলে

মাতৃভাষাকে রাখবো অক্ষুন্ন

যতক্ষণ আছে প্রাণ

তবু মাথা নোয়াবো না


মায়ের ভাষায় এতো শান্তি

জুড়িয়ে যায় প্রাণ

ভুলে যায় হাজারো কষ্ট

এই ভাষায় কথা বলে

এ আমার প্রাণের ভাষা

চির চেনা মাতৃভাষা।।






Thursday, January 12, 2023

 ছন্নছাড়া ইচ্ছে 

-শুভ জিত দত্ত


এলোমেলো ছিল স্বপ্ন 

মনের কোণে আঁকা

যত ইচ্ছে গুলো ছন্নছাড়া

একেবারে অগোছালো


কল্পনা ছিল ভাসা ভাসা

একেবারেই অস্পষ্ট

মনের তুলির আঁচড়ে

আঁকা হয়নি কোন ছবি


শুধু দিন গোনার মাঝে

কেটেছে সময় গুলো

কথা গুলো জড় হয়ে

প্রকাশ হতে পারে নি


যেদিন থেকে মনের কথা

মানুষ খুঁজে পেলো

মনের আঁকা ছবি গুলো

ক্রমেই স্পষ্ট হয়ে উঠলো


আমি নামক মানুষটি 

এতো দিন ছিলই ছন্নছাড়া

আজ যেন হঠাৎ করে

নতুন দিশা খুঁজে পেলো।।


 ভয়কে করো জয়

শুভ জিত দত্ত 


হতাশা আশুক মনে যতো

হাসি মুখে করবো বিদায়

বিপদ আসবে তার নিয়মে

মাথা তুলে দাঁড়াবোই 


সময়ের মূল্য দিতেই হবে

যদি এগোতে চাও

পৌঁছে যাবে তোমার লক্ষ্যে 

ধৈর্য ধরে থাকো


যতই ভেঙ্গে পড়বে তুমি

ততই বিপদ আসবে

চেপে ধরবে নানান বাঁধা

রাখবে তোমার দমিয়ে


লক্ষ্য তোমার ঠিক থাকলে

পৌঁছে যাবে নিশ্চয়

ভুল পথে পা বাড়ালেই 

লক্ষ্যভ্রষ্ট হবে।।






 তোমাকে দেখেছি

শুভ জিত দত্ত 

অবিকল স্বপ্নের মাঝে দেখা

সেই প্রিয় মুখটি

আমার কাছের খুব চেনা

অনিন্দ্য সুন্দর মুখের প্রতিচ্ছবি


তোমাকে দেখেছি সবুজের খেতে 

বাতাসে দোলা দিয়ে 

উড়িয়ে দিয়ে চুলের গোছা

সঙ্গী তুমি আজ যে তাদের


প্রকৃতির সাথে তোমার আছে

বন্ধুত্বের মধুর সম্পর্ক

কত দিনের বন্ধন কোনো মতে 

বোঝার উপায় নেই


কোন এক দিন দেখা হবে

খুব সামনে থেকে

হয়তো কথা হবে আবার

চোখের দেখা মনের প্রাপ্তি 


কি আসে যায় কথা বলা

আর না বলার মাঝে

এক পলক দেখার মাঝে 

আছে শত কষ্টের পরিসমাপ্তি ।।




 সুখ দুঃখের স্মৃতি

-শুভ জিত দত্ত 


আমার শহরে ছড়িয়ে ছিটিয়ে

রয়েছে কত আজানা স্মৃতি

ছিল না কোনো দালান কোঠা

শুধু ছিল পথের ধুলো


এপার আর ওপারের মানুষের

মাঝে ছিল খেয়া তরী

মাঝি নেই তবু নতুন ব্রীজ

করেছে জায়গা দখল 


সেই দিনের মানুষ গুলো 

কখন যে হারিয়ে গেল

তাদের প্রত্যেকটা মর্মবাণী

আজও কানে বাজে


ছিল জমিদারের চুন সুড়কি

এক পুরানো ভবন

ভাঙতে ভাঙতে তাও শেষ

সেখানে শুধুই শুনশান


এমনো সুখ দুঃখের স্মৃতি 

এভাবে জড়িয়ে আছে

কালের আবর্তনে আমার গ্রাম

এখন হয়েছে শহর।।