ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Thursday, March 16, 2023

অর্থহীন সোশ্যাল মিডিয়া -শুভ জিত দত্ত





 অর্থহীন সোশ্যাল মিডিয়া

-শুভ জিত দত্ত 


মনের আজ বড় একটা

ক্ষত সৃষ্টি হয়েছে

তুমি হয়তো চোখে দেখতে

পারবে না


তোমাকে না দেখার কষ্ট গুলো 

আজ পাহাড় সমান

কথা হয় না অনেক দিন

মনে আছে আমাকে


সেই যে কত কথা হতো

সারাদিনের চ্যাটে

হাই হ্যালো দিয়ে শুরু হতো

দিন পার হয়ে যেত


তবু মনের খোরাক মেটে নি

আবার কবে আসবে

দেখবো তোমাকে অনলাইনে

আসি ফিরে যায়


তোমাকে ছাড়া সোশ্যাল মিডিয়া

সম্পূর্ণ অর্থহীন

বার বার স্ক্রল করতে করতে

হঠাৎ ঘুমিয়ে যাওয়া

No comments:

Post a Comment