ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Sunday, March 12, 2023

কবিতা

 রক্তের দাগ

-শুভ জিত দত্ত


ভুলিনি সেই রাতের কথা

বুলেটের আওয়াজ

দিকে দিকে জলপাই রঙের

গাড়ির আসা যাওয়া


খুঁজে খুঁজে তাজা প্রাণ

কেড়ে নেওয়ার উৎসব

ঘুম কেড়ে নেওয়া রাতে

স্বজন হারার হাহাকার


আতংকে আর ভয়ের মাঝেই

ভোর ঘনিয়ে এলো

এখনো ভেসে আসে সেই 

রাতের দুঃসহ স্মৃতি


মুক্তিকামী মানুষ গুলো 

লাশ হয়ে ঘরে ফেরে

স্বাধীন করো মুক্ত করো

সেদিনের সেই দাবি


চেয়ে দেখি তাদের রক্তের

দাগ বুকে নিয়ে আজ

বিশ্বের মানচিত্রে বাংলাদেশ

জ্বলজ্বল করে ওঠে।।











No comments:

Post a Comment