প্রাণের বিনিময়
-শুভ জিত দত্ত
শুন্য হাতে দাঁড়িয়ে আছি
তোমার জন্য আমি
দেওয়ার মতো নেই যে কিছু
তোমার কাছে আমার
তোমার রূপের কাছে
অর্থ যেন মূল্যহীন
প্রাণের বিনিময়ে তোমার
মনে আমরা ঠাঁই হবে
জীবন ছাড়া দেওয়ার মতো
নেই কিছু আর বাকি
তোমার জন্য সব দিয়েছি
শুধু জীবন ছাড়া
চাইলে তুমি সেটুকু নিয়ে
আমাকে জায়গা দিও
তোমার মাঝে বাঁচার সুযোগ
পেলেই আমি খুশি।।
No comments:
Post a Comment