ছবির মানুষ
-শুভ জিত দত্ত
কখন দেখা হয় নি তোমাকে সামনাসামনি
শুধু কথার মাঝে গড়ে ওঠে সম্পর্ক
আকাশ পাতাল ভাবনা গুলো তখন থেকে
মনের মাঝে রং তুলিতে ছবি এঁকে চলে
একটা দিন কথা না বললে মনে হয়
হাজার বছরের কথা গুলো জমে আছে
জমতে জমতে কখন যেন কথার
লাইন গুলো পাহাড় সমান হয়ে গেছে
তবু যতটুকু দেখেছি সেই ছবিতে
মনে হয় তোমাকে যেন হারিয়ে ফেলি
কোন এক অপ্সরা না হলে কোনো এক
স্বপ্নে দেখা কোনো রাজ কন্যার সাথে
আমার কপ্পলা যেন বার বার হার
মানাতে বাধ্য হয় তোমার রূপের কাছে
কোন এক জাদুকরী রূপে সেই ছবিতে
দেখে আজও মনের দাগ কেটেছে।।
No comments:
Post a Comment