ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, April 25, 2023

 হঠাৎ ঝড়ে

-শুভ জিত দত্ত


আবার আমাকে নিয়ে কি 

গান লেখা যায়

হয়তো সম্পর্ক ছিন্ন হয়েছে

এখনো জায়গাটি আছে

আমার মনের মনিকোঠায় 


নাকি সম্পর্কের ভাঙনের সাথে

আমিও হারিয়ে গেছি

আমি কিন্তু এখনো ভুলিনি

নাড়া দেয় সেই স্মৃতি

যেদিন তুমি ছিলে আমার হয়ে 


আমার কল্পনায় আঁকিবুঁকি দেয়

সেই কথা বলার মূহুর্ত

লাইনের পথ ধরে হেঁটে যাওয়া

মাঝে মধ্যে কথা কাটাকাটি

তবু হাত ধরে ছিলে


দিন শেষে শত কষ্টের কথা বলে

নিজেকে হালকা করা

তার মাঝে তোমার সঙ্গ পাওয়া

এই নিয়ে চলছিল বেশ ভালো

কেন এলো দমকা হাওয়া?

No comments:

Post a Comment