ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Thursday, April 20, 2023

 সমাজ পতি

-শুভ জিত দত্ত


সত্য মিথ্যা ঘুরিয়ে বলে

লাভ কি ভাই তাতে

সমাজ চলে এর উপরে

এরাই সমাজ পতি


ঘুমিয়ে গেছে জাতির বিবেক

অন্ধ হয়ে হাটে

আবার কবে খুলবে চোখ

অবাক হয়ে থাকি


ঘুষের টাকায় পেট ফুলেছে 

তাতেই বাড়ি গাড়ি

বলবে কি আর দেখে শুনে

এটাই রীতি নীতি


গরীব মানুষ লাথি খায়

আবার খায় কিলও

এসব তাদের সয়ে গেছে

গায়ে লাগে না কিছুই।।

No comments:

Post a Comment