ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Thursday, April 6, 2023

আমাদের মানুষ-কবিতা


 আমাদের মানুষ

-শুভ জিত দত্ত 

আশেপাশের ছড়িয়ে ছিটিয়ে থাকা
খেটে খাওয়া মানুষ গুলো
সম্বল বলতে তাদের রোজগার খাটুনি

দুবেলা দুমুঠো পেটে ভাত জুটলেই
হাজারো চাহিদা দূরে রেখে
তাতেই তাদের স্বর্গীয় সুখ অনুভব হয়

কখন যদি হঠাৎ শরীর খারাপ ভর করে
সেদিন বন্ধ থাকে চুলা 
একবেলা কোনো রকমে নুন ভাতে

অসুস্থ শরীর নিয়ে আবার ছুটে চলা
বাড়ি ফেরা একগাল হাসি নিয়ে
শুধু বাজারে থলি হাতে তেমন কিছু নেই

তাদের অল্পতেই খুশি লাগে না বেশি
নেই যে তাদের বিলাসীতা
তারা আমাদের আশেপাশের মানুষ।।

 

No comments:

Post a Comment