ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Thursday, January 12, 2023

 ভয়কে করো জয়

শুভ জিত দত্ত 


হতাশা আশুক মনে যতো

হাসি মুখে করবো বিদায়

বিপদ আসবে তার নিয়মে

মাথা তুলে দাঁড়াবোই 


সময়ের মূল্য দিতেই হবে

যদি এগোতে চাও

পৌঁছে যাবে তোমার লক্ষ্যে 

ধৈর্য ধরে থাকো


যতই ভেঙ্গে পড়বে তুমি

ততই বিপদ আসবে

চেপে ধরবে নানান বাঁধা

রাখবে তোমার দমিয়ে


লক্ষ্য তোমার ঠিক থাকলে

পৌঁছে যাবে নিশ্চয়

ভুল পথে পা বাড়ালেই 

লক্ষ্যভ্রষ্ট হবে।।






No comments:

Post a Comment