ভয়কে করো জয়
শুভ জিত দত্ত
হতাশা আশুক মনে যতো
হাসি মুখে করবো বিদায়
বিপদ আসবে তার নিয়মে
মাথা তুলে দাঁড়াবোই
সময়ের মূল্য দিতেই হবে
যদি এগোতে চাও
পৌঁছে যাবে তোমার লক্ষ্যে
ধৈর্য ধরে থাকো
যতই ভেঙ্গে পড়বে তুমি
ততই বিপদ আসবে
চেপে ধরবে নানান বাঁধা
রাখবে তোমার দমিয়ে
লক্ষ্য তোমার ঠিক থাকলে
পৌঁছে যাবে নিশ্চয়
ভুল পথে পা বাড়ালেই
লক্ষ্যভ্রষ্ট হবে।।
No comments:
Post a Comment