সুখ দুঃখের স্মৃতি
-শুভ জিত দত্ত
আমার শহরে ছড়িয়ে ছিটিয়ে
রয়েছে কত আজানা স্মৃতি
ছিল না কোনো দালান কোঠা
শুধু ছিল পথের ধুলো
এপার আর ওপারের মানুষের
মাঝে ছিল খেয়া তরী
মাঝি নেই তবু নতুন ব্রীজ
করেছে জায়গা দখল
সেই দিনের মানুষ গুলো
কখন যে হারিয়ে গেল
তাদের প্রত্যেকটা মর্মবাণী
আজও কানে বাজে
ছিল জমিদারের চুন সুড়কি
এক পুরানো ভবন
ভাঙতে ভাঙতে তাও শেষ
সেখানে শুধুই শুনশান
এমনো সুখ দুঃখের স্মৃতি
এভাবে জড়িয়ে আছে
কালের আবর্তনে আমার গ্রাম
এখন হয়েছে শহর।।
No comments:
Post a Comment