ছন্নছাড়া ইচ্ছে
-শুভ জিত দত্ত
এলোমেলো ছিল স্বপ্ন
মনের কোণে আঁকা
যত ইচ্ছে গুলো ছন্নছাড়া
একেবারে অগোছালো
কল্পনা ছিল ভাসা ভাসা
একেবারেই অস্পষ্ট
মনের তুলির আঁচড়ে
আঁকা হয়নি কোন ছবি
শুধু দিন গোনার মাঝে
কেটেছে সময় গুলো
কথা গুলো জড় হয়ে
প্রকাশ হতে পারে নি
যেদিন থেকে মনের কথা
মানুষ খুঁজে পেলো
মনের আঁকা ছবি গুলো
ক্রমেই স্পষ্ট হয়ে উঠলো
আমি নামক মানুষটি
এতো দিন ছিলই ছন্নছাড়া
আজ যেন হঠাৎ করে
নতুন দিশা খুঁজে পেলো।।
No comments:
Post a Comment