ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, February 14, 2023

 মাতৃভাষা 

-শুভ জিত দত্ত


আমরা কি তেমন জাতি

ওতো সহজে চাইলে কি 

ছিনিয়ে নেওয়া যায়

আমার মায়ের মুখের ভাষা

এ যে সোনার চেয়েও দামী


নিজের জীবন বিলিয়ে দেবো

রাজপথ রাঙিয়ে দেবো

নিজের রক্ত ঢেলে

মাতৃভাষাকে রাখবো অক্ষুন্ন

যতক্ষণ আছে প্রাণ

তবু মাথা নোয়াবো না


মায়ের ভাষায় এতো শান্তি

জুড়িয়ে যায় প্রাণ

ভুলে যায় হাজারো কষ্ট

এই ভাষায় কথা বলে

এ আমার প্রাণের ভাষা

চির চেনা মাতৃভাষা।।






No comments:

Post a Comment