বসন্ত উৎসব
-শুভ জিত দত্ত
বসন্তের সকালে আবির হাতে
তোমাকে দেখেছি
লাল নীল হলুদ নানা রঙের
ঢালা সাজিয়ে
অপেক্ষা করছিলে হয়তো
আমার জন্য
বের হতেই তাই আমাকে
রাঙিয়ে দিলে
অপ্রস্তুত হয়ে তোমার রঙে
রঙিন হলাম
প্রাণের উৎসবে সারা দিলাম
তোমার সংস্পর্শে
বসন্ত তাই রঙিন হয়েছে
শোভিত চারিদিকে
তুমি দিলে প্রাণের স্পন্দন
বসন্তের উৎসবে।।
No comments:
Post a Comment