Monday, August 1, 2022
কবিতা
Saturday, July 30, 2022
কবিতা
কবিতার পাখি
-শুভ জিত দত্ত
কোন যোগ্যতার মাপকাঠিতে নয়
অযোগ্য দের মাঝে খুঁজে নিও
নিজেকে হয়তো খুব খ্যাতির শিখরে
পৌঁছাতে পারবো কিনা সন্দেহ
তবুও নিরন্তর আশা আর ভরসা
যেখানে আছে সুখের ঠিকানা
সেখানে স্বপ্ন বুনতে পারো তুমি
মনের চিলেকোঠার মাঝে
অবাধ স্বাধীনতা ভোগ করতে পারো
বাঁধা হবে না কেউ কখনো
শুধু ভালো রাখার দায়িত্ব টা কিন্তু
আমার কাছে গচ্ছিত তুমি রেখ
চাইলে তুমি কবিতার পাখি হয়ে
আবৃত্তি শোনাবো প্রতি রাতে
শুধু স্বপ্ন দেখানোর ক্ষমতা টুকু
আমার ভালোই আছে
পূরণ করতে পারি বা নাই পারি।।
Tuesday, July 26, 2022
শরৎ এর রূপ
-শুভ জিত দত্ত
নীল আকাশে বসেছে আজ
সাদা মেঘের ভেলা
শস্য জোড়া মাঠে এলেই
চোখ জুড়িয়ে আসে
হিমেল হাওয়া দোলা লাগে
দিগন্তের কাশ ফুলে
প্রাণ জুড়ানো গন্ধ ভাসে
মন মজেছে তাতেই
শিশিরে ফোঁটা ঘাসের ফাঁকে
সূর্যের আলো পড়ে
শিউলি ফুলের মালা গেঁথে
প্রকৃত সেজে ওঠে
শরৎ এলেই চেনা রূপ
মনের মাঝে আঁকা
চেনা ছবি ভেসে আসে
হাজারো
স্মৃতির মাঝে।।
Monday, July 25, 2022
টাকার খেলা
টাকার খেলা
-শুভ জিত দত্ত
মানুষ গুলো কেমন যেন
হচ্ছে বড্ড লোভী
টাকার পিছে ছোটে খালি
হারাচ্ছে মানবিকতা
লোভের মোহে করছে খুন
দিন দুপুরে ডাকাতি
জীবন নিতে এদের যেন
মুড়ি মুড়কির খেলা
টাকা ছাড়া ফাইল টা যেন
টেবিল থেকে সড়ে না
এই হচ্ছে অফিস এখন
সব তো টাকার খেলা
অর্থ দিয়ে মানুষ বিচার
করছে আজ ওরা
ভুলে গেছে সবাই মোরা
রক্ত মাংসে গড়া
Wednesday, June 8, 2022
শরৎ কবিতা
Saturday, May 14, 2022
উৎসবের ইদ
উৎসবের ঈদ
-শুভ জিত দত্ত
ঐ উঠেছে আকাশে চাঁদ
খুশির বার্তা নিয়ে
আনন্দে আজ আত্মহারা
মন বসে না কাজে
নামাজ শেষে মিলব সবাই
নেই তো ছোট বড়
নিজের খাবার বিলিয়ে দিয়ে
ছড়িয়ে দেবো খুশি
থাকবো মেতে এই কটা দিন
নেই তো শাসন বারণ
উৎসবের এই আমেজ টুকু
থাকুক বছর জুড়ে
এদিক ওদিক ঘোরাঘুরি
ইচ্ছে মতো খাওয়া
আনন্দের আজ কমতি কিসের
লাগলো হাওয়া ঈদের।।
আমার মুক্তি
আমার মুক্তি
-শুভ জিত দত্ত
অবাক হয়ে চেয়ে দেখি
আর নিজেকে হারিয়ে ফেলি
আমার মাঝে আমি কে আর
নাই বা খুঁজে পেলাম
তোমাকে দেখবো বলে শুধু
অপেক্ষার প্রহর গোনা
গুণতে গুণতে সময় গুলো
যাচ্ছে দিব্যি কেটে
তোমাকে দেখার নেশা যেন
আমাকে করেছে গ্রাস
পাগলমী আর উদাসীনতা
এখন আমার অসুখ
যা ইচ্ছে ভাবতেই পারো
আমাকে নিয়ে তুমি
শুধু একটু তোমাকে দেখার
সুযোগটি করে দিও
চাইবোনা আমি বেশি কিছু
বলবো না ভালোবাসি
তোমার দেখার সুযোগ পেলে
তাতেই আমার মুক্তি।।
প্রিয় তুমি
প্রিয় তুমি
-শুভ জিত দত্ত
তোমার রূপে বাঁধা পড়ি
তাই বার বার চেয়ে থাকি
তোমার নামের মাঝে
নিজেকে জড়িয়ে ফেলি
খুব মিষ্টি স্বভাবের তুমি
মন যেন কেড়ে নাও
হারিয়ে যেতে হবে ঐ রূপে
কি আছে জাদু
শুধু বলতে পারি একটি
কথায় তুমি সেরা সবার
তোমার সাথে কথা বলতে
অপেক্ষার প্রহর গোনা
অপলক দৃষ্টিতে চেয়ে থাকা
তবু মন কেনো ভরে না
শুধু তোমার দেখবে বলে
দিন আর বছর চলে যায়।।
Tuesday, May 3, 2022
শরৎ প্রকৃতি
-শুভ জিত দত্ত
আকাশ জুড়ে সাদা মেঘে
মিলন মেলা বসে
কাশের বনে দোলা লাগে
মিষ্টি একটা রসে
মেঘের দলে সারি বেঁধে
উড়িয়ে নিয়ে আসে
মাঠের ধারে দিগন্ত জোড়া
দোলা লাগে কাশে
ঘাষের মাঝে শিশির বিন্দু
একটু করে জমে
শীতল হাওয়া বইতে থাকে
উষ্ণতা একটু কমে
এমন একটা রূপের ছটায়
ভুবন হঠাৎ সাজে
কেমন একটা রঙিন হওয়া
লাগে মনের মাঝে।।
Saturday, April 23, 2022
সঙ্গী যখন পাখি
-শুভ জিত দত্ত পাখির দলে যুক্ত হলো পাশের বাড়ির রুমু, খেলার সাথী বলতে ওরা সঙ্গে থাকে মুমু। ওদের সাথে মিশে গিয়ে তালে তালে নাচা, সঙ্গী এখন ওরা সবাই তাদের সাথে বাঁচা। পড়া শুনা চুলোয় গেলো পাখির সাথে মাতা, সময় পেলে ওদের সাথে পাড়বো মিষ্টি আতা। খাবো সবাই মজা করে সাথে মিষ্টি আলু, খাবার সময় ছুটে আসে পোষা কুকুর কালু।Wednesday, April 13, 2022
বৈশাখের জৌলুস
বৈশাখের জৌলুস
-শুভ জিত দত্ত
চৈত্রের শেষে উৎসব মাঝে
নতুন বছর আসে ,
শোভা যাত্রা লাঠি খেলা
দেখি বৈশাখ মাসে।
নাগর দোলা ঢাকের বাদ্য
উৎসব লেগেই আছে,
বিশাল একটা মেলা বসে
বাড়ির একটু কাছে।
মন্ডা মিঠাই খাওয়ার তালে
সবাই মিলে মাতে,
বৃদ্ধ শিশু দাদু দিদু
অংশ নেবে তাতে।
জারি গানে সারি গানে
আসর থাকে জমে,
অনেক বছর হলো তবু
জৌলুস যায় নি কমে।।
Tuesday, April 12, 2022
কবিতা মন খারাপ
মন খারাপ
-শুভ জিত দত্ত
মনের হঠাৎ রোগ হয়েছে
লাগে না কিছু ভালো
কোন কাজে মন বসে না
কি জানি কি হলো
কদিন আগেও ছিলাম ভালো
হঠাৎ উদ্ভব মন খারাপের
হাজারো কষ্ট মাথায় নিয়ে
দিন কি যায় ভালো
এতো কষ্টের মাঝেও আমি
কি করে থাকি ভালো
ধীরে ধীরে চেহারা যেন
হচ্ছে আমার কালো
উঠতে বসতে কষ্ট যেন
আমার শুধু কাঁদায়
এতো কিছুর পরেও আমি
থাকি হাশি খুশি।।
Wednesday, April 6, 2022
বৈশাখের কবিতা
উৎসবের জোয়ার খুশির বারতা
আসছে আবার বৈশাখ ,
মেলায় পসরা সাজিয়ে নিয়ে
আনন্দে মেতে ওঠা ।
পালা পার্বণ জৈষ্ঠ্য শেষে
বৈশাখের হাতছানি,
মণ্ডা মিঠাই হাঁড়ি পাতিল
কেনা কাটার ধুম।
নতুন সাজে গুছিয়ে নিয়ে
উৎসবে সামিল হওয়া,
মান অভিমানের গল্প গুলো
এবার ইতি টানা।
বাঙালির ভাঁজে ভাঁজে
বৈশাখ আছে মিশে,
উৎসবের গন্ধ পেলেই
দৌড়ে ছুটে যাওয়া।।
Thursday, March 31, 2022
ছড়া কবিতা
পেটুক বাঙালী
-শুভ জিত দত্ত
নানান নামে নানান পদে
রান্নার আছে বাহার
স্বাদের থেকে নামেই আছে
চলছে শুধু আহার
কসা মাংস মোরগ পোলাও
ইচ্ছে করে খেতে
উৎসব এলেই খাবার তালে
সবাই থাকে মেতে
রান্না ঘরে মায়ের হাতের
গন্ধ আসে ভেসে
চেটে পুটে সাবার করি
খাচ্ছি একটু ঠেসে
এমন খাবার খেতে হলে
আসবে বিদেশ ছেড়ে
একটু তে কম পড়লে তোমার
খেতে হবে কেড়ে
Tuesday, March 22, 2022
রূপের ছটা
-শুভ জিত দত্ত
তোমার রুপের বর্ননা করা
আমার পক্ষে কঠিন
শুধু কবিতা লিখতে পারি
তবু পৃষ্ঠা ফুরাবে না
চোখের ইশারায় মাতাল করে
মন যে কেড়ে নেয়
কোনো মতে চোখ পড়লে
নিজেকে হারিয়ে ফেলি
লাল শাড়িতে তুমি যেন
মায়াবী কোন পরী
স্বর্গীয় অপ্সরা হার মানবে
তোমার রূপের ছটায়
আমি কিবা লিখতে পারি
এমন সুন্দরের উপমা
শুধু চেয়ে থাকতে পারি
আমি অবাক হয়ে।।