জমানো গল্প
-শুভ জিত দত্ত
যতই হারিয়ে যাওনা তুমি
ঠিক সময়ে ফিরে এসো
তোমার ছাড়া একলা আমি
মন বসে না কাজে
তোমার অপেক্ষা দীর্ঘ হলে
আমার গল্প এলোমেলো
তোমার জন্য রেখেছি আমি
জমিয়ে হাজার কথার বুলি
ভেবো না আমি ভুলে গেছি
রাত জেগে ভাবি শুধু
কবে আবার সুযোগ পাবো
খানিক একটু কথা বলব
যখন তুমি সময় দেবে
তখন অধম হাজির হবে
ঠিক তখনই করবো শুরু
আমার মনের গল্প যত