অবশেষে দেখা
-শুভ জিত দত্ত
আজ সকালে বৃষ্টি মূখর
অজানা গল্প গুলো মনে ভাসে
সেদিনের সেই হারিয়ে যাওয়ার
গল্প মনে আছে তোমার
তোমার সাথে আমিও ভিজেছিলাম
প্রচন্ড ঠান্ডার আর হয়নি
দেখা করা বছর কেটে গেল
সেই যে চাকরি পেয়ে
চলে যাওয়া এক অচিনপুরের দেশে
বার বার কাজের ফাঁকে
মন চায়তো তোমার সাথে
দেখা করি
শত চাওয়া শত প্রার্থনা
আজ সত্যি হলো
প্রকৃতির এক অনন্য আশির্বাদে
তোমার সাথে দেখা হবে
হঠাৎ বৃষ্টির দিনে
আমার অফিসের বাস স্টপে
চল তবে হারিয়ে যায়।।