ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Tuesday, May 18, 2021

 পাড়ার দাদা

শুভ জিত দত্ত

এমনি একটু ভুলের সাজা

দেবেন আবার দাদা

অনেক রকম শাস্তি দেবেন

খাইয়ে দিতেন আদা


তাহার আবার গুণও আছে

রাখে পাড়া মাথাই

ভুলের ঘোরে মেশে না কেউ

খারাপ ছেলের গাতাই


সুনাম আছে পাড়ার দাদার

তিনি বড়ো দাতা

কবি রাজি করে দাদা

পড়ে দিতেন পাতা

 সোনার হাড়ি

-শুভ জিত দত্ত

আমার আছে গুপ্ত হাড়ি

তাতেই জাদুর গুলি,

যখন ইচ্ছা চাইতে পড়ি

অনেক মজার পুলি ।


চাইলে পড়ে মোহর মেলে

আরো টাকা কড়ি,

রান্না ঘরে বৌয়ের কথাই

আনি আমি খড়ি।


ছেলে যখন বায়না ধরে

লাগবে অনেক খেলনা,

সোনার হাড়ি কদর অনেক

একটু নয় সে ফেলনা।


যত্ন করে রাখি তুলে

রুপার একটা খাঁচায়,

গোপন‌ কথা জানে শুধু

জানে আপন চাচায় ।।


Saturday, May 15, 2021

 

সম্পর্কের গভীরতা

-শুভ জিত দত্ত

তোতোটাই দূরে সরিয়ে রাখো

যতোটা দূরে থাকলে

আরো প্রবল হয়ে ওঠে

হয়তো সম্পর্কের গভীরতা


তোমাকে দেখার ইচ্ছা টা

আকুল হলেও খুব সল্পতে

দেখাটা সেরে নেবো যাতে

সম্পর্কের ভাঙন না ধরে


খুব বেশি ঝগড়া আমি 

করবো না তোমার সাথে

যাতে কোনো মতে

সম্পর্কের বিচ্ছেদ না ঘটে


আমাকে নিয়ে ভাবনা গুলো

সাজিয়ে নিও তুমি 

কোন মতে কেউনা প্রবেশ করে

আমার তোমার সম্পর্কের মাঝে ।।




Thursday, May 13, 2021

 আমার কাব্যের তুমি

শুভ জিত দত্ত


আমার যতো কাব্য গুলো

তোমার নিয়ে লিখি

মনের কথা পড়তে গেলে

কতো কিছু শিখি 


তুমি হয়তো ছন্দের থেকে

একটু বেশি কিছু

সময় পেলে কেনো জানি

লাগি তোমার পিছু


আমার লেখার মাঝে শুধু

তোমার কথাই আসে

মনের সাথে সুখের স্মৃতি

চোখের সামনে ভাসে


হয়তো শুধু একটু বেশি

তোমার কথাই ভাবি

কবে তুমি আমার জন্য

খুলবে মনের চাবি।।

Friday, May 7, 2021

 অচেনা গন্তব্যে

শুভ জিত দত্ত


গহীনে লুকিয়ে মনের খেয়ালে

বার বার উঁকি দিয়ে খোঁজা

হয় তো বা এটিই তোমার

গন্তব্যের পথ 


কখন যে তোমার চরণ 

স্পর্শ করে এই পথ পাড়ি 

দেবে তার অপেক্ষায় হয়তো

চেয়ে থাকা


সময় অসময়ে ছুটে যেতে ইচ্ছে

হয় হঠাৎ মনের টানে কিন্তু

দেখা মেলে না কি জানি

সময়টা অজানা


এবার ঠিক দিন টাই পার 

করবো সেই পথের ধারে 

যা আছে কপালে বিশ্বাস আছে

দেখা তোমার পাবো।।

Monday, May 3, 2021

 অবাক ঘটনা

-শুভ জিত দত্ত


প্রতি দিনের রাত্রি শেষে

ঘটছে মজার ঘটনা,

ভাবতে ভাবতে মানুষ গুলো

হচ্ছে এখন দোটানা ।


অবাক করা কাহিনী নিয়ে

হচ্ছে নানা রটনা,

খবরে কাগজে রোজকার পাতায়

কোনো গুলো ছোটনা।


নতুন নতুন ঘটনা দেখে

ভাইয়ের সাথে পটেনা,

একটু কিছু বললে পরে

গাড়ি গুলো ছোটেনা।


ওমনি বললে কিছু কথা

আছে আমার নানা,

এমন চড়ে বসিয়ে দেবে

করে দেবে কানা।


Saturday, April 24, 2021


পাখির ডানা

-শুভ জিত দত্ত


থাকতো যদি দুটি ডানা

মেলে দিতাম পাখা,

আকাশ জুড়ে রঙের ছটা

ইচ্ছে মতো মাখা।


বন্ধু হতো পাখি যতো

তাদের সাথে খেলা,

সবাই মিলে মেতে ওঠা

বসতো কতো মেলা।


খেয়াল খুশি উজাড় করে

একটু খানি উড়তাম,

মায়ের বকুনি শোনার আগে

সকাল সন্ধ্যা পড়তাম।


এটাই আমার স্বপ্ন ছিলো

সেদিন ঘুমের মাঝে,

নানা গল্পে উঁকি মেরে

আমার স্বপ্ন সাজে।।





Tuesday, April 20, 2021

 বোনের বিয়ে

শুভ জিত দত্ত


পরশু দিনের দুদিন পরে

আমার বোনের বিয়ে।

জামাই বাবু পড়ে আছে

মামার বাড়ি গিয়ে।


মোরগ পোলাও করবে এবার

সাথে আছে পোস্ত।

পাড়ার লোকে খাবে বেশি

খাবে নাতো রোজতো?


বোনের ইচ্ছে ঘোড়ায় চড়ে

সাথে নেবে পালকি ।

তাহার শাড়ি বলছে লোকে

একটু বেশি লালকি?


জামাই বাবা পেটুক ভারি 

একটু দিলেই রাগে,

ওমনি বললে মুখের উপর

লাগেজ নিয়ে ভাগে।




 

 চিরচেনা পথের পানে

শুভ জিত দত্ত


তোমার আশা যাওয়ার 

পথটা চেয়ে থাকি

অবাক হয়ে ভাবি কখন

যাবে এ পথ দিয়ে


প্রতিদিন ঠিক ঘড়ি ‌ধরে

নিজেকে আড়াল করে 

শুধু দেখবে বলে খানিকটা

সময় গুণতে থাকা


তোমার ওই অবাক করা

মন জুড়ানো হাসি

লাম্বা চুলে বাতাসের সাথে

অবিরাম খেলতে থাকে

তাই হয়তো কোন মতে 

মন বসে না কাজে।।



Wednesday, April 14, 2021

 নতুন বছর

শুভ জিত দত্ত


বৈশাখ এলেই বাঙালি যেন

উচ্ছাসে মেতে ওঠে

বাহারি কত সাজে তাই

নিজেকে মেলে ধরে


প্রকৃত আবার উজাড় করে

ঢেলে দিয়ে রুপের ঢালা

নানা রঙের শোভা মেলে

বার বার চেয়ে থাকা


উৎসব যেন সর্বজনীন 

নেই তো ধনী গরিব

মেতে ওঠে তাল মিলিয়ে

বৈশাখের চেনা সাজে


দুঃখ কষ্ট যাক না চুলোয়

বছরের এই দিনটাতে

সবে মিলে গাইবো আজ

নতুন সুরে গলা মিলিয়ে।।





Friday, April 9, 2021

 আবার করোনা

-শুভ জিত দত্ত


মহা প্রকোপ নিয়ে হঠাৎ

আবার এলো বিপদ ,

বাড়ির বাহির হলে নাকি

ধরবে নাকি আপদ।


এদিক ওদিক ভাইরাস আবার

যাচ্ছে হঠাৎ ছড়িয়ে,

খালি মুখে বাইরে গেলে

মাস্ক দিচ্ছে পড়িয়ে।


মানুষ গুলো ঘুরে বেড়ায়

করোনার ভয় পাই না,

অফিস শেষে তারা এখন

রাস্তায় বসে খাই না।


ওপর তলার মানুষ নাকি

বাইরে যাইনা কাজে,

গরিব মানুষ বাইরে গেলে

বলে ওদের বাজে।।



Thursday, April 8, 2021

 তোমার আশায়

-শুভ জিত দত্ত


কোন‌ এক শরৎ এলে

তুমি এসো হঠাৎ করে

অবাক হয়ে থাকবো 

অচেনা তোমায় দেখে


তাই আজ স্বপ্ন বোনা

মনের আকাশ জুড়ে

খেয়াল খুশির রঙে

আসবে কবে তুমি


গল্প গুলো জমিয়েছি

তোমায় বলব সেদিন

হঠাৎ করে মনের কোনে

আসবে তুমি যেদিন


দুচোখে মেলে বিভোর 

হয়ে চেয়ে আমি রইব

মনের যত কথা গুলো

তখন আমি কইব।।

Thursday, April 1, 2021

 নদীর পাড়

শুভ জিত দত্ত


নদী মানে বয়ে চলা

সীমাহীন ভাবে

যেখানে মিশে আছে কত 

সুখ দুঃখের গল্প


সময়ে অসময়ে হয়েছে 

উত্তাল ভেঙেছে পাড়

চোখের জলে ভেসে গেছে

অসহায় মানুষের সম্বল


চোখের নিমিষেই বিলীন 

হয়েছে গরীবের ঘর

অসহায়ের মতো চেয়ে 

থাকা ওই নদী বক্ষে


শেষ হয়না তার পথ চলা

তবু বয়ে চলে 

এই নদীতে সৃষ্টি হয়েছে

কত গান কবিতা।।



Wednesday, March 31, 2021

 ওরা কৃষক

শুভ জিত দত্ত


ওরা দেশের ‌সেরা মানুষ

সোনার ফসল ফলায়,

রোদে পুড়ে জলে ভিজে

ওদের জোটে কলাই।


আমার থাকি দালান‌ ঘরে

ওরা থাকে মাঠে,

কাজের ফাঁকে খানিক একটু

সুযোগ পায়না পাঠে।


ঘামের জলে ভিজে থাকে

জমি চাষের কাজে,

তাদের কখনো যায় না দেখা

বাহারি কোনো সাজে।


তবু মুখে হাসি আছে  

মাঠের ফসল দেখে,

তবু ওরা ভালো আছে 

ময়লা মাটি মেখে ।।