স্বপ্নের সাথী
-শুভ জিত দত্ত
হঠাৎ করে লাগলো হওয়া
আমি আজ দিলাম পাড়ি
দূর আকাশের ডানা মেলে
নীল সাদা ওই মেঘের দলে
দিলাম খুশি উজাড় করে
আজ না হয় কাজের কথা
দিলাম একটু ছুটি দিয়ে
তোমার সাথে বলব কথা
হারাবো আজ মেঘের সাথে
তুমি আর আমি মিলে
কথাই কথাই বলব গল্প
মানের যত সুখের স্মৃতি
সময় পেলে এসো তুমি
সেদিন না হয় দুজন মিলে
পরীর কাছে পাখা নিয়ে
হারাবো আজ খুশির ছলে।।