"আমার দেশ"
-শুভ জিত দত্ত
স্বদেশ আমার স্বাধীন ভূমি
যেথায় ডানা মেলি,
যখন তখন যেথানে সেখানে
ইচ্ছে হলেই খেলি।
হতে পারি বাঁধন হারা
আমি আমার দেশে,
বলতে পারি অনেক কথা
একটু আমি হেসে।
করেতে পারি গলা ছেড়ে
দেশের জন্য চিৎকার,
ক্ষতি করলে আমার দেশের
দিতে পারি ধিৎকার।
বলতে পারি গর্ব করে
আমার দেশের কথা,
দেখতে পারি দুচোখ মেলে
আমার দেশের গাঁথা।।