"আলো ছায়া"
--শুভ জিত দত্ত
কালো মেঘ ভেসে আসে
শ্রাবণ আষাঢ় মাসে,
হঠাৎ করে বর্ষা নামে
গরম একটু কমে।
কখন আবার মেঘ সরে
সূর্যি উঁকি মারে,
আলো ছায়ার খেলা চলে
বিকাল নেমে এলে।
মেঘে মেঘে বেলা গুলো
দিনশেষে ছুটি নিলো,
চাঁদ তারা ঢেকে যায়
মেঘেদের হবে ঠাঁয়।
রাস্তা ঘাট ডোবে জলে
বৃষ্টি একটু হলে।
বর্ষার মৌসুমে প্রকৃতির ডাকে
পাখিরা উড়ে ঝাঁকে।
ব্যাঙ গুলো ডেকে ফেরে
নদী পুকুর পাড়ে,
বদল দিনে এরুপ কেন
নতুন লাগে যেন।।
--শুভ জিত দত্ত
কালো মেঘ ভেসে আসে
শ্রাবণ আষাঢ় মাসে,
হঠাৎ করে বর্ষা নামে
গরম একটু কমে।
কখন আবার মেঘ সরে
সূর্যি উঁকি মারে,
আলো ছায়ার খেলা চলে
বিকাল নেমে এলে।
মেঘে মেঘে বেলা গুলো
দিনশেষে ছুটি নিলো,
চাঁদ তারা ঢেকে যায়
মেঘেদের হবে ঠাঁয়।
রাস্তা ঘাট ডোবে জলে
বৃষ্টি একটু হলে।
বর্ষার মৌসুমে প্রকৃতির ডাকে
পাখিরা উড়ে ঝাঁকে।
ব্যাঙ গুলো ডেকে ফেরে
নদী পুকুর পাড়ে,
বদল দিনে এরুপ কেন
নতুন লাগে যেন।।