ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Thursday, April 23, 2020

"অজানা আতঙ্কে"
-শুভ জিত দত্ত
কি জানি এক অন্ধকার সময়ে
প্রবেশ করতে হলো
প্রতিনিয়ত যেখানে মৃত্যু ভয়
তাড়া করে বেড়ায়
আপন মানুষ গুলো আজ
ভয়ে সড়ে যায়
কষ্ট যেখানে খিদের জ্বালায়
ভুগতে থাকা মানুষগুলো
অপেক্ষা যেন‌ দীর্ঘ হয়
সময়ের‌ পালা বদলে
দেখতে দেখতে মাস গুলো
চলে গেল কাঁদিয়ে
হারানো মানুষ গুলো চিরকাল
রয়ে যাবে স্মৃতিতে
শত চেষ্টা আজ বিফলে
উত্তর যেন‌ অধরা
তবু থামবে এই চেষ্টা
যদি জয় হয়
সেদিন যেন বয়ে‌ যাবে
শান্তির‌ চির সুবাতাস

No comments:

Post a Comment