ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Thursday, May 9, 2024

কবিতা প্রকৃতি বাঁচান

 


প্রকৃতি বাঁচান

-শুভ জিত দত্ত 


একদিন মরুভূমির স্বাদ নিতে হবে,

যেখানে ছিল সবুজের বেষ্টনী। 

আজ সেখানে উঁচু অট্টালিকা ওঠে

ঢেউ দুলানো গাছের সারি।

অফুরন্ত বাতাসে জুড়িয়ে যেত প্রাণ,

সে সব আজ অতীত স্মৃতি।

একদিন অক্সিজেনের খোঁজ হবে না,

মেলবে সেদিন অর্থ দিয়ে।

জলের অভাবে হাহাকার পড়ে যাবে,

তৃষ্ণা নিবারণের চেষ্টায়।

একবিন্দু জলের খোঁজে পাড়ি দিতে

হবে, মাইলের পর মাইল।

থাকবে সবই অর্থ কড়ি,হারিয়ে যাবে

নদীর স্রোতে জলের ধারা।

আফসোস আর অভিযোগ করেও,

মিলবে না কোন সমাধান।

এখন আছে সময় অনেক বাঁচতে

হলে,এবার প্রকৃতি বাঁচান।




 

No comments:

Post a Comment