কাজের আনন্দ
-শুভ জিত দত্ত
বছরের একটা দিনে আমাদের নিয়ে,
হৈচৈ পড়ে যায় ।
কত রকম মাতামাতি মঞ্চে তুলে ফুল
দেবে,নেতারা সব।
বন্ধ থেকে গাড়ির চাকা,একটা দিনের
কাজের ছুটি মেলে।
কাজের চাকা বন্ধ হলে, সেদিন খাবার
জোটে না ঘরে ।
ছেলে মেয়ে গুলো আশায় থাকে, কি
নিয়ে এলাম সঙ্গে করে।
তবু আছি খুব যে সুখে ,কোন রকম
বিলাসিতা ছাড়াই।
এমন একটা দিন আমাদের কাছে,
অভিশপ্ত লাগে।
কাজ ছাড়া আমরা যে, অসহায়
হয়ে কোন রকমে বাঁচি।
কাজের মাঝে চলছে জীবন
আনন্দ,হাসি,গানে।
No comments:
Post a Comment