মনের বন্ধন
-শুভ জিত দত্ত
সম্পর্ক গুলো এখন বড় ঠুকনো হয়ে যাচ্ছে
কথাই কথাই বিচ্ছেদের সুর বাজে
যেখানে একটা সময় ছিল,প্রিয় মানুষটার
সাথে নিয়ে শত সহস্র বছর পাড় করা
এখন সে সময়টা মুহূর্তে দাঁড়িয়ে গেছে।
একটা কথা বার বার উঠে আসতো
আমাকে কি আমৃত্যু পাশে রাখা যায়
সে কথা এখন কেবল কথার কথা
হিসেব প্রচলিত এই সমাজে মাঝে।
সম্পর্কের মাঝে সম্মান বিশ্বাস
যেটুকু ছিল বাকি সেটুকু আজ
শেষের পথে এসে দাঁড়িয়ে গেছে
এভাবে চলতে থাকলে একদিন
নতুন প্রজন্মের মানুষগুলো
সম্পর্ক এগিয়ে নিতে ভয় পাবে।।
সম্পর্ক গুলো আরো সুদৃঢ় হোক
মনের সাথে মনের বন্ধন আর
কঠিন এক বন্ধনে আবদ্ধ হওয়ার
প্রত্যয় নিয়ে সম্পর্ক গুলো
আরও এগিয়ে যাক
ভালো থাক ভালো লাগা।।
No comments:
Post a Comment