ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Thursday, May 9, 2024

কবিতা তোমাকে ঘিরে

 


তোমাকে ঘিরে

-শুভ জিত দত্ত 



যেই মানুষ টি একদিন,আমার কবিতার প্রেমে পড়বে

আমি সেই দিন, সেই মানুষটির হয়ে যাবো।

চিরকালের জন্য, নিজেকে তার কাছে সঁপে দিয়ে

স্বস্তির নিঃশ্বাস ফেলবো সেদিন।


একদিন আমার বুকে জমানো পাহাড় সমান 

কষ্ট , নিমিষেই জল হয়ে যাবে।

সেদিন আমি প্রাণ ভরে নিঃশ্বাস নেবো,

তোমাকে পাশে রেখে ।


আজকের কষ্টগুলো একদিন থাকবে না,

আমি জানি প্রতিটা রাতের শেষে সকালের

সূর্য উদিত হয়।

তুমি যখন আমার লেখায় মুগ্ধতা খুঁজে পাও,

তখন আমি আমার জীবনের চূড়ান্ত

সফলতা অনুভব করি।


আজ মনে হয় যেই সফলতা একদিন

দূরবীন দিয়ে খুঁজতে গিয়েছি,

সেই সফলতা আজ আমার হাতে 

এসে খুব সহজেই ধরা দিয়ে যায়।।


No comments:

Post a Comment