ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Thursday, May 9, 2024

কবিতা একাকীত্বের অবসান

 


একাকিত্বের অবসান

-শুভ জিত দত্ত 


কোথাও গিয়ে একাকীত্ব খুব করে জাপটে ধরে

নিঃসঙ্গ তা কে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি 

একটা আশ্রয়ের খোঁজে সমুদ্রের গভীরতা কে

আলিঙ্গন করে তার মাঝে ডুবে থাকা।


এক আকাশ যন্ত্রনা জমা হয় উড়ে আসা 

মেঘের মতো, প্রতিনিয়ত সেই আকাশে

আজ অতিথি পাখির আনাগোনা হয়।


এই সন্ধ্যা এতোটা ও বিবর্ণ ছিল না 

জোনাকি আলোতে প্রতিটা দিনেই

অন্ধকারের অবসান হতো।

এখন সেখানে নিস্তব্ধতা বিরাজ করে।


কোন একদিন স্নিগ্ধ আলোতে এই 

অন্ধকারের অবসান হবে

ঘুচে যাবে অসহায়ত্ব এর চিহ্ন টুকু

যত টুকু ছাপ লেগেছিল গায়ে।


No comments:

Post a Comment