ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Wednesday, May 8, 2024

কবিতা ছন্নছাড়া বসন্ত

 



ছন্নছাড়া বসন্ত

-শুভ জিত দত্ত 


তোমাকে ছাড়া আর একটি বসন্ত

হারাতে বসেছি আমি

বসন্তের রং তাই আমার কাছে

ফিকে হয়ে ফিরে আসে


বসন্ত এলেই আমার কল্পনা জুড়ে

রঙিন স্বপ্ন উঁকি দেয়

কিন্তু দিন শেষে তারা যেন পথ হারা 

পথিক হয়ে ধরা দেয় 


কোনো বসন্ত আমার জীবনে এখনো

রং ছড়াতে পারে নি

নিজেকে আশার বাণী শুনিয়ে শুধু

বাঁচার অনুপ্রেরণা খোঁজা


হয়তো বা ধরা দেবে কোনো এক

বসন্তের রঙিন বিকেলে

সেদিন তোমাকে নিয়ে বর্ণিল সাজে

বসন্তের গান গাইব ‌‌।।



No comments:

Post a Comment