তোমার হঠাৎ প্রবেশ
-শুভ জিত দত্ত
এতোটা আগলে রাখেনি কেউ কখনো
যেদিন থেকে থেকেছো পাশে।
ছায়ার মতো তোমার উৎসাহ আমার
কাছে নতুন সাহস সঞ্চয় করা।
প্রতিটা মুহূর্তে আমার কল্পনা জগতে,
সেই মুখ চোখে ভেসে বেড়ায়।
আমার এই বেঁচে থাকার অনুপ্রেরণা,
এখন তোমার মাঝে খুঁজি।
তোমার পাশে থাকা ,আমার কাছে
নতুন অনুপ্রেরণা খোঁজার প্রয়াস।
আশাহীন হয়ে হারিয়ে যাওয়ার পথে,
হঠাৎ আলোর মুখ দেখালে।
ভালো লাগার জগতে এখন প্রতিনিয়ত
তোমার অবাধ বিচরণ ভূমি।
আমার হৃদয় মাঝারে বসন্তের কোকিলের
হঠাৎ আগমনে আমি উচ্ছ্বাসিত।
বসন্তের রং সেদিন লেগেছিল গায়ে,যেদিন
আমার হৃদয়ে তোমার বাসা বাঁধা
তোমাকে পাশে পায়ে নিত্য নতুন স্বপ্ন দেখি
ঘুমের ঘোরে কিংবা জাগরণে
আমি আজ প্রাণ খুলে বাঁচি,আকাশের মতো
যখন তুমি ডানা মেলো হৃদয়ে
হতাশার মাঝে ডুবে যায় না এখন আমি আর
আশা সঞ্চার হয় তোমার কথাতে ।।
No comments:
Post a Comment