সমৃদ্ধ ঐতিয্য
-শুভ জিত দত্ত
ঐতিয্য রীতি নীতি মিশে আছে বহু কাল সময় ধরে
চাইলে কি অস্বীকার কিংবা ভুলে থাকা যায়
যেই লোকাচার সমূহ আমরা পরিবার থেকে আত্মীয়
মধ্যে ধারণ করে নিই ঠিক যেন ভাষার মতো।
ইদানিং বেশি আধুনিকতার গায়ে লাগতে গিয়ে
আমরা মনেহয় ভুলে যায় অতীত স্মৃতি
যা আমরা বংশ পরম্পরায় লালন করে বেড়ায়
হোক সে রাম কিংবা বা কোন ধর্মের
আমরা ভুলে যাই একটা সময় আমাদের সমৃদ্ধ
ইতিহাস ছিল যা আমরা জলাঞ্জলি দিই
শেষ সময়ে এসে আফসোস করতে করতে
মৃত্যু কে আলিঙ্গন করে ছেড়ে যাওয়া
ভিনদেশী মানুষ আমাদের কে চেনে তার মূলে
রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্য
তাই মনের ভুলেও এগুলোকে বিসর্জন দেওয়া
মানে নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া।।
No comments:
Post a Comment