অভিমানের বারণ
-শুভ জিত দত্ত
আজ আমাকে নিঃসঙ্গতা ভুলেও জড়িয়ে ধরে না,
প্রতিটা মুহূর্তে তোমার উৎসাহ আমার অনুপ্রেরণা।
নতুন করে আমার ক্যানভাসে রঙের আচর দিই,
সেখানে তোমার মুখের অবয়ব ভেসে ওঠে।
আমার চোখের অশ্রু ভুলে গেছে ঝড়ে যেতে,
প্রতিনিয়ত সুখের আশ্রয় এখন তোমার মাঝে।
প্রচন্ড তাপদাহে আমাকে পোড়াতে পারে না,
তোমার অনুভবে পেয়েছি শীতলতার পরশ।
প্রতিটা দিন গুলো আজ তাই বসন্তের মতো
রঙিন,কৃষ্ণচূড়া ফুলের সমাহারে সেজে ওঠে।
তোমাকে নিয়ে উদযাপনের আমার কাছে
কোন নির্দিষ্ট দিন বা তারিখের হিসাব নেই।
শুধু একটা দিন কথা না হলে আমার বুকে
পাহাড় সমান কষ্ট প্রতি মুহূর্তে জমা হতে থাকে।
এবার যদি অভিমান করে বসো ভুলেও আমি
শুনব না,কথা কিন্তু বলতে হবে যা ইচ্ছা তাই।।
No comments:
Post a Comment