ত্রিলোচন সাহিত্য ভুবন সাপ্তাহিক সাহিত্য পত্রিকাপ্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়।আপনার লেখা পাঠান : Shuvojitdutta12@gmail.com

Thursday, May 9, 2024

কবিতা আনন্দের বৈশাখ

 


আনন্দের বৈশাখ 

- শুভ জিত দত্ত


চৈত্রের তাপে জনজীবন বিপর্যস্ত হয়ে ওঠে

একরাশ ঝড়ো হাওয়া নিয়ে বৈশাখ আসে।

কৃষকের মুখে খুশির হাসি ফুটতে শুরু করে

নতুন ফসল ঘরে তোলার আনন্দের মাঝে।


মেলা বসে গ্রামে গ্রামে, নানান পসরা সাজিয়ে

হালখাতার মিষ্টি বিলিয়ে নতুন দিনের শুরু।

নতুন পোষাকে গায়ে জড়িয়ে, প্রিয় মানুষ সঙ্গে

নিয়ে,মেতে ওঠা প্রাণের বৈশাখী আয়োজনে।


আসর বসে মেলার মাঝে জারি সারি পুতুল

নাচের ,কবি গানের গানের লড়াই চলে।

মন্ডা মিঠাই খাওয়ার ভিড়ে, মাটির হাড়ি,মটির 

পুতুল কিংবা বেতের পাটি কত কিছু কেনা।


বাঙালির ঘরে ঘরে খুশির সীমা ধরে না যে

রান্না চলে সকাল থেকে,নানা রকম পদ।

হাজারো দুঃখ কষ্ট গুলোর মাঝে অবশেষে 

বৈশাখ আসে একটু খুশির আবেশ নিয়ে ।




কবিতা প্রকৃতি বাঁচান

 


প্রকৃতি বাঁচান

-শুভ জিত দত্ত 


একদিন মরুভূমির স্বাদ নিতে হবে,

যেখানে ছিল সবুজের বেষ্টনী। 

আজ সেখানে উঁচু অট্টালিকা ওঠে

ঢেউ দুলানো গাছের সারি।

অফুরন্ত বাতাসে জুড়িয়ে যেত প্রাণ,

সে সব আজ অতীত স্মৃতি।

একদিন অক্সিজেনের খোঁজ হবে না,

মেলবে সেদিন অর্থ দিয়ে।

জলের অভাবে হাহাকার পড়ে যাবে,

তৃষ্ণা নিবারণের চেষ্টায়।

একবিন্দু জলের খোঁজে পাড়ি দিতে

হবে, মাইলের পর মাইল।

থাকবে সবই অর্থ কড়ি,হারিয়ে যাবে

নদীর স্রোতে জলের ধারা।

আফসোস আর অভিযোগ করেও,

মিলবে না কোন সমাধান।

এখন আছে সময় অনেক বাঁচতে

হলে,এবার প্রকৃতি বাঁচান।




 

কবিতা সুখের নীড়

 


সুখের নীড়

-শুভ জিত দত্ত 


দুনিয়াতে স্বার্থপর মানুষের ভীরে

ভালো মানুষ গুলান মূল্যহীন।

আমাগো প্রতিটা পদে লাথি মারে

যা ইচ্ছা কটু কথা শোনাই খালি।


কান পাতি না এখন মোরা ওদের

কোন কথাই,

দিনটা কিন্তু সবার আসে দুদিন

আগে কিংবা দুদিন পরে।


টাকা কড়ি সবার থাকে কিন্তু 

সুখের দেখা মেলে না।

মোরা দিন আনি দিন খাই আবার

সুখের ঘুমও দিতে পারি।


তোমাগো মতো বাড়ি গাড়ি নাই বা

থাকুক আছে সুখের নীড়।

সন্ধ্যা হলেই ঘরে ফিরে দুইজন

মিলে সুখের কথা কই।।


কবিতা অভিমানের বারণ

 


অভিমানের বারণ

-শুভ জিত দত্ত 


আজ আমাকে নিঃসঙ্গতা ভুলেও জড়িয়ে ধরে না,

প্রতিটা মুহূর্তে তোমার উৎসাহ আমার অনুপ্রেরণা।

নতুন করে আমার ক্যানভাসে রঙের আচর দিই,

সেখানে তোমার মুখের অবয়ব ভেসে ওঠে।


আমার চোখের অশ্রু ভুলে গেছে ঝড়ে যেতে,

প্রতিনিয়ত সুখের আশ্রয় এখন তোমার মাঝে।

প্রচন্ড তাপদাহে আমাকে পোড়াতে পারে না,

তোমার অনুভবে পেয়েছি শীতলতার পরশ।


প্রতিটা দিন গুলো আজ তাই বসন্তের মতো

রঙিন,কৃষ্ণচূড়া ফুলের সমাহারে সেজে ওঠে।

তোমাকে নিয়ে উদযাপনের আমার কাছে

কোন নির্দিষ্ট দিন বা তারিখের হিসাব নেই।


শুধু একটা দিন কথা না হলে আমার বুকে

পাহাড় সমান কষ্ট প্রতি মুহূর্তে জমা হতে থাকে।

এবার যদি অভিমান করে বসো ভুলেও আমি

শুনব না,কথা কিন্তু বলতে হবে যা ইচ্ছা তাই।।



কবিতা একাকীত্বের অবসান

 


একাকিত্বের অবসান

-শুভ জিত দত্ত 


কোথাও গিয়ে একাকীত্ব খুব করে জাপটে ধরে

নিঃসঙ্গ তা কে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি 

একটা আশ্রয়ের খোঁজে সমুদ্রের গভীরতা কে

আলিঙ্গন করে তার মাঝে ডুবে থাকা।


এক আকাশ যন্ত্রনা জমা হয় উড়ে আসা 

মেঘের মতো, প্রতিনিয়ত সেই আকাশে

আজ অতিথি পাখির আনাগোনা হয়।


এই সন্ধ্যা এতোটা ও বিবর্ণ ছিল না 

জোনাকি আলোতে প্রতিটা দিনেই

অন্ধকারের অবসান হতো।

এখন সেখানে নিস্তব্ধতা বিরাজ করে।


কোন একদিন স্নিগ্ধ আলোতে এই 

অন্ধকারের অবসান হবে

ঘুচে যাবে অসহায়ত্ব এর চিহ্ন টুকু

যত টুকু ছাপ লেগেছিল গায়ে।


কবিতা কাজের আনন্দ



 কাজের আনন্দ 

-শুভ জিত দত্ত 

বছরের একটা দিনে আমাদের নিয়ে,

হৈচৈ পড়ে যায় ।

কত রকম মাতামাতি মঞ্চে তুলে ফুল

দেবে,নেতারা সব।

বন্ধ থেকে গাড়ির চাকা,একটা দিনের

কাজের ছুটি মেলে।

কাজের চাকা বন্ধ হলে, সেদিন খাবার 

জোটে না ঘরে ।

ছেলে মেয়ে গুলো আশায় থাকে, কি 

নিয়ে এলাম সঙ্গে করে।

তবু আছি খুব যে সুখে ,কোন রকম

বিলাসিতা ছাড়াই।

এমন একটা দিন আমাদের কাছে,

অভিশপ্ত লাগে।

কাজ ছাড়া আমরা যে, অসহায়

হয়ে কোন রকমে বাঁচি।

কাজের মাঝে চলছে জীবন

আনন্দ,হাসি,গানে।



কবিতা খেটে খাওয়া মানুষ



 খেটে খাওয়া মানুষ 

-শুভ জিত দত্ত 

স্বস্তির বৃষ্টি এলো অবশেষে ,তীব্র তাপদাহের 

বিদায়ের পালা এসেছে ঘনিয়ে।

কাঠ ফাটা রোদ্দুরে নাভিশ্বাস উঠছে চরমে,এই 

বুঝি চলে যায় খাঁচা থেকে প্রাণ।


হাঁসফাঁস করে ঐ খেটে খাওয়া মানুষেরা,প্রচন্ড

গরমে দিনভর নাভিশ্বাস উঠে যায়।

বৈশাখের কালো মেঘ গিয়েছে হারিয়ে,ঝড় নেই 

বৃষ্টি নেই আছে শুধু তাপদাহের মাঝে।


অসহায় মানুষের দিন কাটে কষ্টে, দুবেলা আহার

জোটে রোদে পুড়ে ঘামে ভিজে।

দেখে না তো কেউ এসে, কোন এক মুহুর্তে কেমন

আছে তারা তীব্র খরার মৌসুমে।


বৃষ্টি আসে প্রচন্ড তাপদাহের সমাপ্তিতে, ভিজে যায় 

খেটে খাওয়া কর্ম ব্যস্ত মানুষেরা।

তবু সংসার চালাতেই হবে,বের হতেই হবে যতই 

আসুক বৃষ্টি কিংবা প্রচন্ড তাপদাহ।












Wednesday, May 8, 2024

কবিতা অচেনা তুমি

 


অচেনা তুমি

- শুভ জিত দত্ত


সামনে থেকে হয়নি দেখা, দূর থেকে পরিচয় 

কত চেনা যেন ক্যানভাসে আঁকা ছবি

জল রঙের তুলির আঁচড়ে অদ্ভুত জীবন্ত তুমি

সেই চোখের চাহনিতে ,আজ বাঁধা পরি

অদ্ভুত কি মায়ার জাল বিছিয়ে আছো, পারিনা 

সরে থাকতে জানিনা কি আছে জাদু

অদ্ভুত মায়ার বন্ধন ছিন্ন করি কি আছে সাধ্যি 

আমার, হারিয়ে ফেলি নিজেকে আমি।

জানি না কোন অচেনা শহরে কোথায় থাকো

হয়তো সেখানেও নিত্য যাওয়া আসা

সেই শহরে কোন একদিন ঘাঁটি গারবো আমি

সামনে থেকে দেখার সুযোগ যদি মেলে

কবে কোন বসন্তে আমার হয়ে ধরা দেবে তুমি

সে অপেক্ষা আমাকে তাড়া করে বেড়ায়

আমার ঘুম আজ যেন তোমার কল্পনা নিয়ে ব্যস্ত

চোখের পাতার আমি কি দোষ দেবো আজ 

মায়া জলে জড়ালে তুমি,আমি দিকভ্রান্ত হয়ে যায়

চেনা পথ আজ অচেনা লাগে ঝাপসা চোখে

হঠাৎ করে ভীমরতি আমি আজ নিজের মধ্যে নেই

এই অচেনা মানুষটির হঠাৎ আগমনের মাঝে।।





কবিতা মনের বন্ধন

 



মনের বন্ধন

-শুভ জিত দত্ত 


সম্পর্ক গুলো এখন বড় ঠুকনো হয়ে যাচ্ছে 

কথাই কথাই বিচ্ছেদের সুর বাজে

যেখানে একটা সময় ছিল,প্রিয় মানুষটার

সাথে নিয়ে শত সহস্র বছর পাড় করা

এখন সে সময়টা মুহূর্তে দাঁড়িয়ে গেছে।


একটা কথা বার বার উঠে আসতো

আমাকে কি আমৃত্যু পাশে রাখা যায়

সে কথা এখন কেবল কথার কথা

হিসেব প্রচলিত এই সমাজে মাঝে।


সম্পর্কের মাঝে সম্মান বিশ্বাস

যেটুকু ছিল বাকি সেটুকু আজ

শেষের পথে এসে দাঁড়িয়ে গেছে

এভাবে চলতে থাকলে একদিন 

নতুন প্রজন্মের মানুষগুলো 

সম্পর্ক এগিয়ে নিতে ভয় পাবে।।


সম্পর্ক গুলো আরো সুদৃঢ় হোক 

মনের সাথে মনের বন্ধন আর

কঠিন এক বন্ধনে আবদ্ধ হওয়ার 

প্রত্যয় নিয়ে সম্পর্ক গুলো 

আরও এগিয়ে যাক 

ভালো থাক ভালো লাগা।।




কবিতা ছন্নছাড়া বসন্ত

 



ছন্নছাড়া বসন্ত

-শুভ জিত দত্ত 


তোমাকে ছাড়া আর একটি বসন্ত

হারাতে বসেছি আমি

বসন্তের রং তাই আমার কাছে

ফিকে হয়ে ফিরে আসে


বসন্ত এলেই আমার কল্পনা জুড়ে

রঙিন স্বপ্ন উঁকি দেয়

কিন্তু দিন শেষে তারা যেন পথ হারা 

পথিক হয়ে ধরা দেয় 


কোনো বসন্ত আমার জীবনে এখনো

রং ছড়াতে পারে নি

নিজেকে আশার বাণী শুনিয়ে শুধু

বাঁচার অনুপ্রেরণা খোঁজা


হয়তো বা ধরা দেবে কোনো এক

বসন্তের রঙিন বিকেলে

সেদিন তোমাকে নিয়ে বর্ণিল সাজে

বসন্তের গান গাইব ‌‌।।



Monday, March 18, 2024

কবিতা সাহসের হাতিয়ার

 সাহসের হাতিয়ার

-শুভ জিত দত্ত 


দিন শেষে কত টুকু খোঁজ নিতে পেরেছি,

সারাদিনের ব্যস্ততার ভেঙে ফেলে।

থাকুক শত কাজের বোঝা মাথার উপর,

শুধু বিস্মৃতি আসার সুযোগ না পাক।


আমার হাজারো সৃজনশীলতা আজ,

তোমাকে ঘিরে তৈরি হয়।

একদিন এক বিশাল গ্যালারি তৈরি করে ,

তোমাকে উপহার হিসেবে দেব।


তোমার সামান্য চাওয়া টুকু আমার কাছে, 

সেদিন নেহাত তুচ্ছ মনে হবে।

তার থেকে বড় কিছু তৈরি করে রেখেছি ,

একদিন সময় করে বুঝিয়ে দেবো।


আজকের আমি সেদিন হারিয়ে যেতাম,

হতাশা সেদিন পালিয়ে গিয়েছিল।

একটা মানুষ আমাকে ঘিরে সাহস এর,

জাল বিস্তার করে ঘিরে রেখেছিল।


আজ তাই আমি ডুবে যায় নি তার কারণ 

সেদিন নৌকার হাল ধরেছিলে‌ তুমি।

হাজারো ঝড়, স্রোত, জোয়ার ভাটার পরেও 

নৌকা একটি বারও দিকভ্রান্ত হয়নি।






Friday, March 8, 2024

 সমৃদ্ধ ঐতিয্য

-শুভ জিত দত্ত 


ঐতিয্য রীতি নীতি মিশে আছে আবহমান কাল ধরে

চাইলে কি অস্বীকার কিংবা ভুলে থাকা যায়

যেই লোকাচার সমূহ আমরা পরিবার থেকে নিজের

মধ্যে ধারণ করে নিই ঠিক যেন ভাষার মতো।


ইদানিং বেশি আধুনিকতার ছোঁয়া লাগতে গিয়ে

আমরা বোধহয় ভুলে যায় অতীত স্মৃতি

যা আমরা বংশ পরম্পরায় লালন করে বেড়ায় 

আমাদের অতীত এর গৌরব গাঁথা মালা


আমরা ভুলে যাই একটা সময় আমাদের সমৃদ্ধ

ইতিহাস ছিল যা আমরা জলাঞ্জলি দিই

একটা সময় এসে আফসোস করতে করতে

মৃত্যু কে আলিঙ্গন করে ছেড়ে যাওয়া


ভিনদেশী মানুষ আমাদের কে চেনে তার মূলে

রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্য 

তাই মনের ভুলেও এগুলোকে বিসর্জন দেওয়া 

মানে নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া।।

Monday, March 4, 2024

কবিতা সিক্ত নীলাম্বরী

 

সিক্ত নীলাম্বরী

-শুভ জিত দত্ত 

তুমি প্রকৃতির মাঝে নিত্য নতুন ঘর বাঁধো

আমি তার মাঝে প্রতিনিয়ত স্বপ্ন বুনি 

কখনো নিভৃত আকাশ নীলাভ মেঘের দলে

আবার কখনো গাঙ শালিকের মাঝে 


মেঘলা দিনে রৌদ্রের ছায়ার আসা যাওয়া

এই খেলাতে নতুন প্রাণের উচ্ছ্বাসে 

আলিঙ্গন করে নেওয়ার অপেক্ষার প্রহর

কাটিয়ে ফিরে আসা প্রাণের মানুষ


উচ্ছলতা মনের দোয়ারে দক্ষিণা বাতাসে

কোকিলের সুর ভেসে আসে কানে

নদীর স্রোতের বিপরীতে ভেসে আসা নৌকা

মাঝির কন্ঠে গেয়ে ওঠা প্রাণের গান


আমাদের সংসার সেজে উঠেছিল কোন এক

বসন্তের বাহারি রঙের রূপের স্পন্দনে

সেদিন আমরাও সাড়া মেলে ডুব দিয়েছিলাম

একরাশ ফুটন্ত জবা আর কামিনীর দলে


দুজনের শত বসন্ত কেটে যাওয়ার পর আজ 

নতুন সিদ্ধান্তের দোয়ারে দাঁড়িয়ে আছি

আমরা এখন পরিস্ফুটিত সিক্ত নীলাম্বরী হয়ে 

প্রকৃতির মাঝে ক্রমা

গত শোভা মেলে যায়।।





 

Monday, February 26, 2024

কবিতা রঙিন দিন

 রঙিন দিন

-শুভ জিত দত্ত 

সুখের খেলায় আজ মেতে উঠি এক পসরা

বৃষ্টির আগমনে

যেদিন থেকে এক অভাগা কে আপন করেছিলে

নিজের খেয়ালে 

সেদিন থেকে রচিত হয়েছে আমার কষ্টের 

অধ্যায়ের সমাপ্তি 

এবার হতাশা গুলোর সময় এসেছে একে একে

বিদায় নেওয়ার 

আমার প্রত্যেকটা দিন এখন যেন বসন্তের মতো 

রঙিন হয়ে ওঠে

কষ্টের সাক্ষাৎ পাওয়া এখন যেন নেহাত দুঃসাধ্য 

ব্যাপার বটে

উড়ন্ত পাখিদের দলের আমিও এখন এক দুরন্ত 

কান্ডারী হয়েছি

গাংচিলের সাথে আমি নিত্য মেতে উঠি 

উত্তাল যৌবনে

আমি আজ তাই নেহাত বাঁধনহারা নতুন

মানুষের আগমনে

আমি নিত্য নতুন পসরা সাজিয়ে অপেক্ষারত

বরণ এর প্রস্তুতি 

নিজেকে তাই বিলীন হতে দেখি এখন কেবল 

তোমার মাঝে

হঠাৎ হঠাৎ হারিয়ে ফেলি অচেনা পথ ধরে 

এমন বেহাল দশা

আজগুবি নিত্যনতুন ঘটনা হঠাৎ ঘটছে 

আমার সাথে

খুব তাই উপভোগ করছি এমন রং মাখা

দিন গুলো।।




Thursday, February 22, 2024

কবিতা একরাশ স্বস্তি

 কবিতা 


একরাশ স্বস্তি

-শুভ জিত দত্ত


আমার সময় গুলো হারিয়ে গেছে অজস্র কাজের ভীড়ে

যেখানে দু'দণ্ড ক্লান্তি আমার কাছে অসহায় হয়ে ফিরেছে

নিজেকে আড়াল করবার চেষ্টা যতটা করেছি ,বিশাল 

এক বোঝা চেপে ধরেছে ঠিক ততটাই।

নিজের কথা গুলো অগোছালো ভাবে জড় হচ্ছে ক্রমে

একটা সময় না বলা কথাগুলো হারিয়ে গেছে অতল 

গহ্বরে ।

এই অস্থিরতা সারাদিন ভর করে ,আমাকে গ্রাস করছে।

এতদিন পর এক স্বস্তির জায়গা আছে , সে জায়গা তুমি

মুছে গিয়েছে কষ্টের চিহ্ন টুকু, তোমার হাত তখন আমার

কপাল যেদিন স্পর্শ করেছিলো।

আমার ক্লান্তি নিমিষেই দূর হয় যখন আমার চুলের ফাঁকে

নরম স্পর্শ অনুভব করি।

আমার ঘুম হারিয়ে গিয়েছিল ,চোখে ঘুমের লেশ ছিল না

তোমার পাশে থাকা যেন আমার স্বস্তির ঘুমের কারণ

এখন আমি শত সহস্র কষ্ট সহ্য করতে পারি, তারা চাইলেও

কোনো মতে আমাকে ছুঁয়ে যেতে পারে না কারণ 

প্রতিটাই সন্ধ্যায় নিজের কষ্টের কথা বলতে পারি।

আমার খারাপ লাগা গুলো এখন দূর হয়ে গেছে 

এখন ভাল থাকার একমাত্র কারণ কিন্তু তুমি।।