Shubhajit Datta - শুভ জিত দত্ত

Friday, March 8, 2024

 সমৃদ্ধ ঐতিয্য

-শুভ জিত দত্ত 


ঐতিয্য রীতি নীতি মিশে আছে আবহমান কাল ধরে

চাইলে কি অস্বীকার কিংবা ভুলে থাকা যায়

যেই লোকাচার সমূহ আমরা পরিবার থেকে নিজের

মধ্যে ধারণ করে নিই ঠিক যেন ভাষার মতো।


ইদানিং বেশি আধুনিকতার ছোঁয়া লাগতে গিয়ে

আমরা বোধহয় ভুলে যায় অতীত স্মৃতি

যা আমরা বংশ পরম্পরায় লালন করে বেড়ায় 

আমাদের অতীত এর গৌরব গাঁথা মালা


আমরা ভুলে যাই একটা সময় আমাদের সমৃদ্ধ

ইতিহাস ছিল যা আমরা জলাঞ্জলি দিই

একটা সময় এসে আফসোস করতে করতে

মৃত্যু কে আলিঙ্গন করে ছেড়ে যাওয়া


ভিনদেশী মানুষ আমাদের কে চেনে তার মূলে

রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্য 

তাই মনের ভুলেও এগুলোকে বিসর্জন দেওয়া 

মানে নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া।।

No comments:

Post a Comment

কবিতা তবুও ভালো থেকো

 তবুও ভালো থেকো -শুভ জিত দত্ত  যাবেই যখন ছেড়েই তুমি , হঠাৎ এসে জড়ালে কেন মায়ার জালে । এই তো আমি ,নৃত্য নতুন স্বপ্ন দেখি  তোমার চোখের অন্ত...