সুখের নীড়
-শুভ জিত দত্ত
দুনিয়াতে স্বার্থপর মানুষের ভীরে
ভালো মানুষ গুলান মূল্যহীন।
আমাগো প্রতিটা পদে লাথি মারে
যা ইচ্ছা কটু কথা শোনাই খালি।
কান পাতি না এখন মোরা ওদের
কোন কথাই,
দিনটা কিন্তু সবার আসে দুদিন
আগে কিংবা দুদিন পরে।
টাকা কড়ি সবার থাকে কিন্তু
সুখের দেখা মেলে না।
মোরা দিন আনি দিন খাই আবার
সুখের ঘুমও দিতে পারি।
তোমাগো মতো বাড়ি গাড়ি নাই বা
থাকুক আছে সুখের নীড়।
সন্ধ্যা হলেই ঘরে ফিরে দুইজন
মিলে সুখের কথা কই।।