কষ্টের অবসান
-শুভ জিত দত্ত
অবিকল স্বপ্নের মাঝে দেখা
সেই প্রিয় মুখটি
আমার কাছের খুব চেনা
অনিন্দ্য সুন্দর মুখের ছবি
তোমাকে দেখেছি সবুজের খেতে
বাতাসে দোলা দিয়ে
উড়িয়ে দিয়ে চুলের গোছা
সঙ্গী তুমি আজ যে তাদের
প্রকৃতির সাথে তোমার আছে
বন্ধুত্বের মধুর সম্পর্ক
কত দিনের বন্ধন কোনো মতে
বোঝার উপায় নেই
কোন এক দিন দেখা হবে
খুব সামনে থেকে
হয়তো কথা হবে আবার
চোখের দেখা মনের প্রাপ্তি
কি আসে যায় কথা বলা
আর না বলার মাঝে
এক পলক দেখার মাঝে
আছে কষ্টের পরিসমাপ্তি ।।