মায়ার জালে
-শুভ জিত দত্ত
কোন এক কুয়াশা ভেজা
শীতের সকালে
শিশির ভেজা মাঠে তোমাকে
হাটতে দেখে
নিজেকে হারিয়ে ফেলেছিলাম
কি অপূর্ব রূপ যেন তার
চোখ ঝলসে যায়
তাই বার বার বাঁধা পরি
তোমার মায়ার জালে
অচেনা তুমি ছিলে মায়াবী
মন কেরে নাও কি আছে
অপূর্ব ক্ষমতা তোমার
জানো সেদিনের পর থেকে
ঘুমটুা চলে গেছে
যেদিন দেখেছি তোমায়।